জেলার খবর শেরপুর শ্রীবরদীর খবর 

শ্রীবরদীতে বিজ্ঞান বিষয়ক অনলাইন কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার:
শেরপুরের শ্রীবরদীতে উপজেলা পর্যায়ে বিজ্ঞান বিষয়ক অনলাইন কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে জুম ভিডিও কনফারেন্সের মাধ্যমে উপজেলা প্রশাসনের আয়োজনে অনলাইন প্রতিযোগিতায় উপজেলার মাধ্যমিক পর্যায়ের ৬টি বিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশ গ্রহণ করে। অনলাইন ভিত্তিক কুইজ প্রতিযোগিতায় উদ্বোধক ও সভাপতি হিসেবে অশংগ্রহণ করেন উপজেলা নির্বাহী অফিসার নিলুফা আক্তার। উপজেলা একাডেমিক সুপারভাইজার মোশারফ হোসেনের সঞ্চালনায় অন্যান্যের মধ্যে সহকারি কমিশনার (ভূমি) মনজুর আহসান, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার রহুল আলম তালুকদার, সাংবাদিক তাসলিম কবির বাবু সহ বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ ও শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।

প্রতিযোগিতায় টেঙ্গরপাড়া উচ্চ বিদ্যালয় (প্রথম), তাতিহাটি আইডিয়াল স্কুল (দ্বিতীয়) ও বানিবাইদ এএএমপি উচ্চ বিদ্যালয় (তৃতীয়) স্থান অধিকার করে।

Print Friendly, PDF & Email

Related posts

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com
Send this to a friend