জেলার খবর শেরপুর শ্রীবরদীর খবর 

শ্রীবরদীতে পুলিশের মাদক বিরোধী অভিযান: ইয়াবা ও হেরোইন সহ আটক ৬

স্টাফ রিপোর্টার:
শেরপুরের শ্রীবরদীতে ইয়াবা ও হেরোইন সহ ৬ ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। ১২ ফেব্রুয়ারি শনিবার দুপুরে শ্রীবরদী পৌর শহরের হাসপাতাল সংলগ্ন রাস্তা থেকে ইয়াবা সহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করা হয়। আটককৃতরা হলো ঝিনাইগাতী উপজেলার শরিহারা গ্রামের মৃত আফাজ উদ্দিনের ছেলে নুরুজ্জামান (৪০) ও মালিঝিকান্দা গ্রামের মৃত নুর হোসেনের ছেলে ফারুক মিয়া (৩০)। পুলিশ সুত্রে জানা যায়, শনিবার দুপুরে পৌর শহরের সাতানী শ্রীবরদী মহল্লার হাসপাতাল সংলগ্ন রাস্তার উপর মাদক ব্যবসায়ীরা মাদক বিক্রি করছেন। এমন গোপন সংবাদের ভিত্তিতে শ্রীবরদী থানার অফিসার ইনচার্জ বিপ্লব কুমার বিশ্বাসের নেতৃত্বে এসআই সাইফুল মালেক, এএসআই শফিকুল ইসলাম, মোতাহার হোসেন, মো. রায়হান সঙ্গীয় ফোর্স নিয়ে জন সম্মুখে ওই দুই মাদক ব্যবসায়ীকে আটক করে। এসময় তাদের দেহ তল্লাশি করে নীল রংয়ের পলিথিনে মোড়ানো ৩২০ পিস ইয়াবা বড়ি, চারটি মোবাইল ও কাগজে মোড়ানো পাচটি সীম কার্ড, নগদ টাকা জব্দ করা হয়। এব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

অপরদিকে ১১ ফেব্রুয়ারী শুক্রবার রাত ১০ টার দিকে সাতানী শ্রীবরদী এলাকার খাদ্যগুদামের সামনের পাকা রাস্তার উপর অভিযান চালিয়ে ০৪ গ্রাম হেরোইন সহ চার মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। থানা অফিসার ইনচার্জ বিপ্লব কুমার বিশ^াসের নেতৃত্বে এসআই সাইফুল মালেক, এএসআই মোতাহার হোসেন সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে ৪ জনকে আটক করে। আটককৃতরা হলো কলাকান্দা গ্রামের মৃত মোয়াজ্জেম হোসেনের ছেলে আ: জব্বার (৩০), ভারেরা গ্রামের মৃত ফজলুল হকের ছেলে হানিফ উদ্দিন (৩২), তাতিহাটি নয়াপাড়া গ্রামের সুলতান মোল্লার ছেলে সুমন হাসান মোল্লা ওরফে সাদ্দাম (২৬) ও ভায়াডাঙ্গা গ্রামের মোক্তার মিয়ার ছেলে আকাশ (২২)। পুলিশ সূত্রে জানা যায়, শ্রীবরদী পৌরসভাধীন সাতানী শ্রীবরদী মহল্লার খাদ্য গুদামের সামনের পাকা রাস্তার উপর কয়েকজন মাদক ব্যবসায়ী হেরোইন বিক্রি করছে। গোপন সংবাদের ভিত্তিতে শ্রীবরদী থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌছায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে মাদক ব্যবসায়ীরা পালানো চেষ্ট করে। এসময় পুলিশ তাদেরকে আটকে করে দেহ তল্লাশি করে ৪ গ্রাম হেরোইন উদ্ধার করে। শনিবার দুপুরে আটককৃতদের মাদক আইনে মামলা দিয়ে শেরপুর কোর্টে প্রেরণ করা হয়েছে।
শ্রীবরদী থানা অফিসার ইনচার্জ বিপ্লব কুমার বিশ্বাস বলেন, তারা এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী। মাদক নিয়ন্ত্রণে পুলিশ কঠোর অবস্থানে রয়েছে। মাদকের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত থাকবে।

Print Friendly, PDF & Email

Related posts

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com
Send this to a friend