ছবি ঘর জেলার খবর দেশ ময়মনসিংহ রাজনীতির খবর লিড নিউজ শেরপুর শ্রীবরদীর খবর 

শ্রীবরদীতে আওয়ামীলীগের ৭৩ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

স্টাফ রিপোর্টার:
বাংলাদেশ আওয়ামীলীগের ৭৩ বছর পূর্তি উপলক্ষে শেরপুরের শ্রীবরদীতে প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে বৃহস্পতিবার দুপুরে উপজেলা আ’লীগের অস্থায়ী কার্যালয়ে  আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

উপজেলা আ’লীগের সভাপতি আশরাফ হোসেন খোকার সভাপতিত্ব সহ-প্রচার ও প্রকাশনা সম্পাদক আবু সাঈদ হিটলারের সঞ্চালনায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন উপজেলা আ’লীগের সাধারন সম্পাদক মোতাহারুল ইসলাম লিটন। উপজেলা আওয়ামী লীগকে আরো সুসংগঠিত হওয়ার আহবান জানিয়ে তিনি বক্তব্যে বলেন, বর্তমানে দেশ উন্নয়নের মহাসাগরে। বঙ্গবন্ধুর কন্যা জননেত্রী শেখ হাসিনার বলিষ্ঠ নেতৃত্বে সারা দেশে উন্নয়নের জোয়ার বইছে। এ জন্য বর্তমান সরকারের ২০৪১ ভিশন বাস্তবায়নে আওয়ামীলীগকে আরো সুসংগঠিত হয়ে জনকল্যাণে কাজ করতে হবে।


উপজেলা আ’লীগের অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা আ’লীগের সহ-সভাপতি আঃমতিন, সাংগঠনিক সম্পাদক এডভোকেট তরিকুল ইসলাম ভাসানী, নুরে আলম,মহিলা বিষয়ক সম্পাদক লাবিনা আক্তার লিমা, আ’লীগ সদস্য মুক্তিযোদ্ধা আব্দুল্লাহ ছালেহ, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মোঃ ওয়াছেক বিল্লাহ বিল্লাল, কেকের চর ইউনিয়ন সভাপতি আঃ খালেক, সাধারণ সম্পাদক দোলাল জাহান সরকার,তাতিহাটি ইউনিয়ন সভাপতি এড. মন্জুরুল ইসলাম,রানিশিমূল ইউনিয়ন সাধারন সম্পাদক আনয়ার সদর ইউনিয়ন সাধারণ সম্পাদক আব্দুল হালিম, কাকিলাকুড়া ইউনিয়ন সাধারণ সম্পাদক আজিজুর রহমান আরঙ্গ , কুড়িকাহনিয়া ইউনিয়ন সভাপতি মনিরুজ্জামান,গোশাইপুর ইউনিয়ন সাধারণ সম্পাদক নাজমুল হাসান স্বপন, ভেলুয়া ইউনিয়ন সাধারণ সম্পাদক আবুল কাসেম, শেরপুর জেলা ছাত্রলীগের আপ্যায়ন বিষয়ক সম্পাদক নাজমুল সাকিব শতিল, শ্রীবরদী সরকারি কলেজ ছাত্রলীগের আহবায়ক মোঃ মিনাল,যুগ্ন আহবায়ক কামরুল হাসান শান্ত,পৌর ছাত্রলীগের যুগ্ন আহবায়ক আবির হাসান সিদ্দিক, ছাত্রলীগ নেতা নাজমুল হাসান প্রমুখ। এসময় উপজেলা আওয়ামী লীগ সহ সহযোগি সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। 

Print Friendly, PDF & Email

Related posts

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com
Send this to a friend