জেলার খবর শেরপুর শ্রীবরদীর খবর 

প্রেসক্লাবের পক্ষ থেকে শ্রীবরদীর ইউএনও’কে বিদায়ী সম্মাননা প্রদান

স্টাফ রিপোর্টার:
শেরপুরের শ্রীবরদীতে বদলীর আদেশপ্রাপ্ত উপজেলা নির্বাহী অফিসার নিলুফা আক্তারের বিদায় উপলক্ষে প্রেসক্লাব শ্রীবরদী’র উদ্যোগে সম্মাননা স্মারক প্রদান করা হয়েছে। ২৮ আগস্ট রোববার বিকালে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে প্রেসক্লাব শ্রীবরদী’র উদ্যোগে ইউএনও নিলুফা আক্তারকে সম্মান স্মারক প্রদান করেন প্রেসক্লাবের নেতৃবৃন্দ।
উপজেলা নির্বাহী অফিসার নিলুফা আক্তার বলেন, সাংবদিকরা সমাজের দর্পণ। বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করে দেশ ও জনগণের কল্যাণে কাজ করতে উদ্বুদ্ধ করেন এবং সাংবাদিকের উত্তরোত্তর সাফল্য কামনা করেন।

এসময় সহকারি কমিশনার (ভূমি) মো. আতাউর রহমান, উপজেলা একাডেমিক সুপারভাইজার মোশাররফ হোসেন, প্রেসক্লাব শ্রীবরদী’র সভাপতি এজেএম আহছানুজ্জামান ফিরোজ, সাধারন সম্পাদক ফেরদৌস আলী, যুগ্ম সাধারণ সম্পাদক তাসলিম কবির বাবু, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মঞ্জরুল ইসলাম মঞ্জু, সিনিয়র সাংবাদিক শওকত জামান, তাজুল ইসলাম, সাংবাদিক মমিনুল ইসলাম সহ প্রেসক্লাব শ্রীবরদী সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

Print Friendly, PDF & Email

Related posts

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com
Send this to a friend