ঝিনাইগাতীতে বিট পুলিশিং সমাবেশ অনুষ্ঠিত

ঝিনাইগাতীতে বিট পুলিশিং সমাবেশ অনুষ্ঠিত

পুলিশিং বাড়ি বাড়ি, নিরাপদ সমাজ গড়ি” এ প্রতিপাদ্য সামনে রেখে শেরপুরের ঝিনাইগাতীতে ইভটিজিং, মাদক, নারী নির্যাতন, বাল্যবিবাহ, পানিতে ডুবে এবং বিদ্যুৎস্পৃষ্ট হয়ে অপমৃত্যু প্রতিরোধে সচেতনতামূলক বিট পুলিশিং সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

২৪ নভেম্বর বৃহস্পতিবার দুপুরে ঝিনাইগাতী থানার আয়োজনে পশ্চিম বাকাকুড়া কমিউনিটি সেন্টারে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। থানার অফিসার ইনচার্জ(ওসি) মো. মনিরুল আলম ভূইয়ার সভাপতিত্বে এবং ওসি (তদন্ত) মো. আবুল কাশেম এর উপস্থাপনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জেলা পুলিশ সুপার মো. কামরুজ্জামান বিপিএম। উক্ত সমাবেশে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অফস) সোহেল মাহমুদ পিপিএম, উপজেলা কমিউনিটি পুলিশিং ফোরামের সভাপতি আনার উল্লাহ, সাধারণ সম্পাদক আলহাজ্ব একেএম বেলায়েত হোসেন, উপজেলা ট্রাইবাল ওয়েল ফেয়ার এসোসিয়েশন চেয়ারম্যান মি. নবেশ খকশী, ইউপি চেয়ারম্যান মো. আতাউর রহমান, শফিকুল ইসলাম, উপজেলা যুবলীগ সাধারণ সম্পাদক মো. শাহ আলম প্রমুখ।

সমাবেশে বক্তারা ইভটিজিং, মাদক, নারী নির্যাতন, বাল্যবিবাহ, পানিতে ডুবে এবং বিদ্যুৎস্পৃষ্ট হয়ে অপমৃত্যু প্রতিরোধে সচেতনতামূলক বক্তব্য রাখেন।

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com
Send this to a friend