শ্রীবরদীতে ওএমএস ও টিসিবি’র কার্যক্রম সফল করতে প্রেস ব্রিফিং অনুষ্ঠিত

শ্রীবরদীতে ওএমএস ও টিসিবি’র কার্যক্রম সফল করতে প্রেস ব্রিফিং অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার:
শেরপুরের শ্রীবরদীতে ওএমএস ও টিসিবি কার্যক্রম সফল করার লক্ষে প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়েছে। ৩১ আগস্ট বুধবার দুপুরে উপজেলা প্রশাসনের আয়োজনে সম্মেলন কক্ষ সোমেশ্বরীতে প্রেস ব্রিফিং করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা নিলুফা আক্তারের সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান এডিএম শহিদুল ইসলাম, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা জাহিদুল ইসলাম মামুন, উপজেলা খাদ্য গুদাম কর্মকর্তা বোরহান উদ্দিন, উপজেলা একাডেমিক সুপার ভাইজার মোশারফ হোসেন, শ্রীবরদী সদর ইউপি চেয়ারম্যান ফরিদুজ্জামান, তাতীহাটি ইউপি চেয়ারম্যান এড. আব্দুর রউফ, রাণীশিমুল ইউপি চেয়ারম্যান আব্দুল হামিদ সোহাগ, উপজেলা যুবলীগ সভাপতি লিয়াকত হোসেন লিটন, সাংবাদিক মঞ্জুরুল ইসলাম মঞ্জু, ফরিদ আহমেদ রুবেল প্রমুখ। এসময় উপজেলার বিভিন্ন দফতরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, গণমাধ্যমকর্মী ও ডিলারগণ উপস্থিত ছিলেন।
উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কার্যালয় সূত্রে জানা যায়, ১ সেপ্টেম্বর থেকে ৩০ টাকা কেজি দরে প্রত্যেক ব্যাক্তি সর্বোচ্চ ০৫ (পাঁচ) কেজি করে প্রতি মাসে সর্বোচ্চ ২ বার চাল নিতে পারবে। টিসিবি’র কার্ডধারীদের অগ্রাধিকার দেওয়া হবে। উপজেলার উত্তর বাজারে মেসার্স মহির এন্ড মুহিত এন্টারপ্রাইজ, থানা রোডে মেসার্স জনতা এন্টারপ্রাইজ ও পশ্চিম বাজারে মেসার্স হাজেরা এন্টারপ্রাইজ নির্দিষ্ট পয়েন্টে চাল বিক্রি করবে। প্রতি সপ্তাহের রোববার থেকে বৃহস্পতিবার সকাল ৯ টা থেকে বিকাল ৫ টা পর্যন্ত চাল বিক্রি করা হবে।

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com
Send this to a friend