‘আমেরিকার ঘাড়ে মাথা রেখে কাঁদবেন না’

লস্কর ই তইয়্যেবার প্রতিষ্ঠাতা হাফিজ সাঈদের পুনঃগ্রেফতার দাবি করায় ভারতকে সতর্ক করে দিয়েছেন তার জামাই খালিদ ওয়ালিদ। লাহোর থেকে ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমসকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি ভারতের উদ্দেশে বলেছেন, আমেরিকার ঘাড়ে মাথা রেখে না কেঁদে প্রমাণ দিন।

পাকিস্তানে দশ মাস কারাগারে থাকার পর সম্প্রতি আদালতের রায়ে মুক্তি পান হাফিজ সাঈদ। তাকে মুম্বাই হামলায় সন্দেহভাজন হিসেবে বিবেচনা করে ভারত।

হিন্দুস্তান টাইমসকে খালিদ বলেন, ‘ভারত সবসময় আন্তর্জাতিকভাবে কেঁদে বেড়ায়। মুম্বাই হামলার জন্য শুধু টেলিভিশন ক্লিপ না দেখিয়ে তারা কেন কোন প্রমাণ দেয় না? ভারতের চাপে পড়ে আমেরিকা হাফিজ সাইদের পুনঃগ্রেফতার চাইছে।’

ওয়ালিদকে ধরা হয় হাফিজ সাঈদের উত্তরাধিকারী হিসেবে। জম্মু আর কাশ্মীরে কয়েকটি হামলার জন্য ভারত তাকেও দায়ী করে থাকে।

ওয়ালিদ নিশ্চিত করেছেন, জাতিসংঘের সন্ত্রাসীর তালিকা থেকে নিজের নাম মুছে ফেলতে আবেদন জানিয়েছেন হাফিজ। ২০০৯ সালেও তার এ ধরনের একটি প্রত্যাখান করে জাতিসংঘ।

ভারতের একজন সরকারি কর্মকর্তা জানিয়েছেন, ‘হাফিজের ছায়াতেই বেড়ে উঠেছেন ওয়ালিদ। গত বছর কাশ্মীরের কয়েকটি হামলার মাস্টারমাইন্ডও ছিলেন তিনি।’

পাকিস্তানি বংশোদ্ভূত বাহাদুর আলীও জিজ্ঞাসাবাদে ওয়ালিদের নাম নিয়েছিলেন।  তদন্তকারীদের তিনি বলেছিলেন, ওয়ালিদ তাকে শিখিয়েছিলেন কীভাবে পাথর নিক্ষেপকারীদের সামনে রেখে নিরাপত্তাবাহিনীকে লক্ষ্য করে গ্রেনেড ছুঁড়তে হয়।

ওয়ালিদ জানিয়েছেন, ‘কাশ্মীরের স্বাধীনতার জন্য লড়াই অব্যাহত রাখবেন সাঈদ। ওয়ালিদ বলেন তাকে কীভাবে পুনঃগ্রেফতার করা যাবে? তিন সদস্যের হাইকোর্ট বেঞ্চ তাকে মুক্তি দিয়েছেন।’

সাঈদের সঙ্গে সেনাবাহিনী আর গোয়েন্দা সংস্থা আইএসআই কর্মকর্তঅদের ঘনিষ্ঠ যোগাযোগ রয়েছে বলে ধারণা করা হয়।

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com
Send this to a friend