মানিকগঞ্জে স্বর্ণের দোকানে ডাকাতির ঘটনায় আটক আরও ৪

মনিকগঞ্জে নাগ জুয়েলার্সে ডাকাতির সঙ্গে জড়িত সন্দেহে এক নারীসহ চারজনকে আটক করেছে পুলিশ। উদ্ধার করা হয়েছে প্রায় পাঁচ ভরি স্বর্ণালংকার এবং লুণ্ঠিত স্বর্ণালংকার বিক্রি করা নগদ দুই লাখ টাকা। এনিয়ে এই ঘটনায় মোট সাতজনকে আটক করা হলো।

সোমবার দুপুরে মানিকগঞ্জের পুলিশ সুপার মাহফুজুর রহমান সাংবাদিকদের এই তথ্য জানান।

পুলিশ সুপার বলেন, গত ১৫ নভেম্বর সন্ধ্যা ৭টার দিকে মানিকগঞ্জ শহরের স্বর্ণকার পট্টির নাগ জুয়েলার্সে সশস্ত্র ডাকাতি হয়। লুট হয়ে যায় প্রায় ৭০০ ভরি স্বর্ণালংকার। ঘটনার পরপরই চেকপোস্ট বসিয়ে আটক করা হয় একটি মাইক্রোবাসসহ এক ডাকাতকে। সে সময় ডাকাতিতে ব্যবহৃত একটি পিস্তল, একটি পাইপগান, ছয় রাউন্ড গুলি, দুই রাউন্ড কার্তুজ, নয়টি ককটেল উদ্ধার করা হয়।  ঘটনার দুদিন পর আরও দুজনকে আটক করে পুলিশ। এ নিয়ে এই ঘটনায় সাতজনকে আটক করা হলো।

নাগ জুয়েলার্সের মালিক তপন নাগ বাদী হয়ে মানিকগঞ্জ সদর থানায় ডাকাতিসহ বেশ কয়েকটি মামলা দায়ের করেন। আটক আসামিদের সেই মামলায় গ্রেপ্তার দেখানো হতে পারে।

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com
Send this to a friend