বুড়িগঙ্গায় যাত্রীবাহী লঞ্চে কার্গোর ধাক্কা

রাজধানীর পোস্তগোলা ব্রিজ সংলগ্ন বুড়িগঙ্গা নদীতে সদরঘাট থেকে ছেড়ে আসা চাঁদপুরগামী প্রিন্স রাসেল নামের একটি লঞ্চের সঙ্গে বিপরীত দিক থেকে আসা এম ভি মিয়ামী নামের একটি কার্গো জাহাজের সংঘর্ষের ঘটনা ঘটেছে। সোমবার সন্ধ্যায় এ সংঘর্ষের ঘটনাটি ঘটে। এ সময় এমভি প্রিন্স রাসেল লঞ্চে থাকা বেশ কয়েকজন যাত্রী ছিটকে বুড়িগঙ্গায় পড়ে যান।

স্থানীয় ফায়ার সার্ভিসের নৌ ইউনিট এবং মাঝিদের সহায়তায় নদীতে পড়ে যাওয়া যাত্রীদের উদ্ধার করা হয়। এ সময় লঞ্চের যাত্রীরা আতঙ্কিত হয়ে পড়ে। কার্গো জাহাজটি তীরে নোঙর করে সবাই পালিয়ে যায়। পরে লঞ্চের যাত্রীরা এসে কার্গো জাহাজটিতে ওঠে ভাঙচুর চালায়।

খবর পেয়ে ফায়ার সার্ভিস ও নৌপুলিশ দ্রুত পৌঁছে উত্তেজিত জনতাকে শান্ত করে। পরে লঞ্চটি চাঁদপুরের উদ্দেশ্যে ছেড়ে যায়।

এই ঘটনার প্রতক্ষ্যদর্শী শ্যামপুর আলীবহরের বাসিন্দা রিয়াজুল বলেন, সদরঘাট থেকে ছেড়ে আসা এম ভি প্রিন্স রাসেল লঞ্চটি পোস্তগোলা ব্রিজের নিচ দিয়ে যাচ্ছিল। বিপরীত দিক থেকে আসা এম ভি মিয়ামী কার্গোটির সঙ্গে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে বেশ কয়েক জন নদীতে পড়ে যান। তবে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com
Send this to a friend