নারকেলের ছোবড়া খুলতেই ১ হাজার ইয়াবা!

চট্টগ্রাম: ছোবড়াসহ ঝুনা (পরিপক্ব) নারকেলের ভেতরে বিশেষ কৌশলে লুকিয়ে ১ হাজার ইয়াবা পাচারের সময় ধরে ফেলেছে পুলিশ।

সাতকানিয়া থানাধীন ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে চেকপোস্টে শনিবার (১৮ নভেম্বর) রাত ১০টার দিকে ইয়াবাগুলো উদ্ধার করা হয়।

সাতকানিয়া থানার ওসি মো. রফিকুল হোসেন জানান, জেলা পুলিশের চলমান বিশেষ অভিযানের অংশ হিসেবে সাতকানিয়া থানার এসআই মো. শহিদুল ইসলাম, এসআই মো. মিজানুর রহমান, মো. মোবারক হোসেন ও ফোর্স কেওচিয়া ওবাইদিয়া ইসলামিয়া মাদ্রাসার সামনের চেকপোস্টে ডিউটি করছিলেন। এ সময় গাড়ি থেকে গাড়ি থেকে নেমে কক্সবাজারের টেকনাফের হ্নিলা পশ্চিম পানখালী গ্রামের দুদু মিয়ার স্ত্রী জাহানারা বেগম (৩৫) দ্রুত পালিয়ে যাচ্ছিলেন। তাকে থামিকে নারী পুলিশ তল্লাশি করে। এ সময় তার ডানহাতে থাকা নারকেলটি নিয়ে ইতস্তত করার বিষয়টি নজরে পড়ে। তখন ওই নারকেলের ছোবড়ার ভেতর বিশেষ কায়দায় লুকিয়ে রাখা ১ হাজার ইয়াবা পাওয়া যায়।

ওই নারীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে রোববার (১৯ নভেম্বর) মামলা করা হয়েছে বলে জানান ওসি।

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com
Send this to a friend