ঝিনাইগাতীতে একই গাছে শতাধিক মৌচাক

ঝিনাইগাতীতে একই গাছে শতাধিক মৌচাক

ঝিনাইগাতী (শেরপুর) প্রতিনিধি
অবিশ্বাস্য হলেও সত্য যে শেরপুরের ঝিনাইগাতী উপজেলার গজনী অবকাশ কেন্দ্রের ঐতিহ্যবাহী সেই বটগাছটিতে শতাধিক মৌচাক বসেছে। গজনী অবকাশ কেন্দ্রের এ বটগাছটি অনেক ইতিহাস বিজড়িত বটগাছ । গাছটিকে নিয়ে বহু লেখালেখিও হয়েছে। এ গাছটিকে ঘিরেই ১৯৯৩ সালে গড়ে উঠে পিকনিক স্পট গজনী অবকাশ কেন্দ্র। এ গাছটির ডালপালা ভেঙ্গে গিয়ে এখন প্রায় বিলুপ্তের পথে। গাছটির যতটুকুই রয়েছে তাতে শতাধিক মৌচাক বসেছে। এসব মৌচাক মধু সংগ্রহ করার জন্যে স্থানীয় চোরেরা মাঝে মধ্যেই কেটে নিয়ে যায় বলে স্থানীয় সূত্রে জানা গেছে। অভিজ্ঞ মহলের মতে, সংরক্ষণ করা হলে তা আরো বৃদ্ধি পাবে। এসব মৌচাক গুলো গজনী অবকাশ কেন্দ্রের আরো একটি আকর্ষন। তা দেখার জন্য প্রতিদিন দুর-দুরান্ত থেকে অসংখ্য লোক ভীড় করছে। উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ সেলিমা রেজা বলেন মৌচাক গুলো সংরক্ষনের জন্য ব্যবস্থা নেয়া হচ্ছে । ।

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com
Send this to a friend