স্ত্রীর বিরুদ্ধে স্বামীর যৌতুক মামলা!

adalot_1যৌতুক দাবি করায় স্ত্রীর বিরুদ্ধে আদালতে মামলা করেছেন স্বামী। মামলায় স্বামী ছামির আলী তার স্ত্রী আকলিমা শিকদার লুৎফাসহ শ্বশুরবাড়ির ছয়জনকে আসামি করেছেন। আদালত মামলাটি গ্রহণ করে আকলিমা শিকদারের বিরুদ্ধে সমন জারির আদেশ দিয়েছেন।

মঙ্গলবার সুনামগঞ্জের আমলগ্রহণকারী বিচারিক হাকিম আদালতে মামলাটি করেন জেলার জগন্নাথপুর উপজেলার নাজিরপুর গ্রামের ছামির আলী ওরফে শওকত।

মামলার আরজিতে উল্লেখ করা হয়েছে, ছামির আলীর সঙ্গে ২০১২ সালের ২৫ জানুয়ারি বিয়ে হয় সিলেটের বিশ্বনাথ উপজেলার সওদেরগাঁও গ্রামের বাসিন্দা কমরু মিয়া শিকদারের মেয়ে আকলিমা শিকদার লুৎফার। তাদের দুই বছর বয়সী এক মেয়ে আছে।

আরজিতে ছামির আলী আরও উল্লেখ করেন, বিয়ের পর তাদের দাম্পত্য জীবন কিছুদিন ভালো যায়। এরপর আকলিমা শিকদার তাকে বাবা-মায়ের সংসার থেকে পৃথক হতে চাপ দেন। একই সঙ্গে সিলেট শহরে গিয়ে বাড়ি ভাড়া নিয়ে থাকতে বলেন। স্ত্রীর অব্যাহত চাপে তিনি বিপর্যস্ত হয়ে পড়েন। স্ত্রীকে অনেক বোঝানোর পরও কোনো কাজ হয়নি। একপর্যায়ে আকলিমাকে তার বাবার বাড়ির লোকজন এসে নিয়ে যায়। তখন আকলিমা ১৫ ভরি স্বর্ণালঙ্কারসহ কিছু মালপত্র সঙ্গে নিয়ে যান। এরপর অনেকবার চেষ্টা করেও তাকে ফিরিয়ে আনতে পারেননি তিনি।

১৬ মে বিষয়টি মিটমাটের জন্য আকলিমাসহ তার পরিবারের লোকজন ও এলাকাবাসী ছামির আলীর বাড়িতে বৈঠকে বসেন। ওই বৈঠকে আকলিমা সাফ জানিয়ে দেন, তাকে ১০ লাখ টাকা যৌতুক দিতে হবে এবং তাকে নিয়ে সিলেট শহরে বাসা ভাড়া করে থাকতে হবে। অন্যথায় তিনি আর ছামির আলীর সঙ্গে সংসার করবেন না।

বাদী পক্ষের আইনজীবী মো. শুকুর আলী জানান, আদালত মামলাটি আমলে নিয়ে আকলিমা শিকদারের বিরুদ্ধে সমন জারির আদেশ দিয়েছেন।

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com
Send this to a friend