শেরপুর পৌরসভার মেয়র বরখাস্ত

bogra_map_218803472_0বগুড়া জেলার শেরপুর পৌরসভার মেয়র স্বাধীন কুমার কুন্ডুকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। এ সংক্রান্ত একটি চিঠি সোমবার বিকেল ৫টায় স্থানীয় সরকার মন্ত্রণালয় থেকে শেরপুর পৌরসভায় পৌঁছেছে।
স্থানীয় সরকার মন্ত্রণালয়ের পৌর শাখা-১ এর উপ-সচিব খলিলুর রহমান স্বাক্ষরিত চিঠিতে মেয়র স্বাধীন কুমার কুন্ডুকে সাময়িক বরখাস্তের আদেশ দেওয়া হয়েছে। ভারপ্রাপ্ত মেয়রের দায়িত্ব পাওয়া প্যানেল মেয়র ফিরোজ আহম্মেদ জুয়েল বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, শেরপুর পৌর মেয়র স্বাধীন কুমার কুন্ডুর নামে শেরপুর থানায় চারটি মামলা রয়েছে। হরতাল ও অবরোধে যানবাহনে অগ্নিসংযোগ, ভাঙচুর ছাড়াও নাশকতার অভিযোগ আনা হয়েছে তার বিরুদ্ধে। ইতোমধ্যে ২৭ জানুয়ারি দায়ের করা শেরপুর থানার ২৪ নং মামলায় পুলিশ স্বাধীন কুন্ডুকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট দাখিল করেছে।
২১ মে তিনি আদালতে হাজির হয়ে জামিন চান। কিন্তু আদালত জামিন আবেদন নামঞ্জুর করে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন। তিনি বর্তমানে কারাবন্দী আছেন।
এর আগে, বগুড়ার শেরপুর, নন্দীগ্রাম, সোনাতলা, শিবগঞ্জ উপজেলা চেয়ারম্যান ও শেরপুর উপজেলা ভাইস চেয়ারম্যানকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়।

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com
Send this to a friend