‘আমার কষ্ট হয়, যেদিন আওয়ামীলীগ আমাকে রাজাকার বলেছিল মুক্তিযোদ্ধারা টু শব্দটি করেনি’ > শেরপুরের নালিতাবাড়ীতে অবস্থান কর্মসূচীতে কাদের সিদ্দিকীর

Kader-siddeke-at-sherpur-nalitabari‘যাদের জন্য জীবন ও যৌবনের সোনালী সময় নষ্ট করেছি, আজ তারাই আমার প্রতি কাজে পদে পদে বাঁধার সৃষ্টি করছে। আমার কষ্ট হয়, যেদিন আওয়ামীলীগ আমাকে রাজাকার বলেছিল মুক্তিযোদ্ধারা টু শব্দটি করেনি। অথচ আপনারা জানেন। আমি মুজিবের সৈনিক, মুজিবের ডাকেই যুদ্ধ গিয়েছিলাম, অস্ত্র হাতে তুলে নিয়েছিলাম।’

দেশের অরাজক রাজনৈতিক পরিস্থিতিতে ঢাকায় ৩৩ দিন অবস্থানের পর সারাদেশে ‘শান্তির জন্য অবস্থান কর্মসূচি’র অংশ হিসাবে বঙ্গবীর কাদের সিদ্দিকী ১ মে শুক্রবার দুপুরে নালিতাবাড়ী উত্তর বাজারে এক পথসভায় বক্তব্য দানকালে এসব কথা বলেন।

তিনি আরো বলেন, ‘আমার বোন শেখ হাসিনাকে বলেছিলাম আলোচনা করেন, আলোচনার পরিবেশ সৃষ্টি করেন। কিন্তু তিনি ছাগলের খুঁটি মেরে বসে আছেন। খালেদা জিয়া হরতাল অবরোধ দিয়ে বসে থাকেন আর রাস্তায় মানুষ মারা যায়। এ অবস্থায় আলোচনা ছাড়া কোন রাস্তা নেই।’

এ সময় কাদের সিদ্দিকীর সাথে শেরপুর জেলা কৃষক শ্রমিক জনতা লীগের আহ্বায়ক জোবায়দুল ইসলাম বাবু, যুগ্ম আহ্বায়ক আমির হোসেন আমু ও রুহুল আমীনসহ অন্যান্য নেতাকর্মী উপস্থিত ছিলেন।

দলীয় সূত্রে জানা গেছে রাতে নালিতাবাড়ীতে অবস্থান করবেন কাদের সিদ্দিকী।

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com
Send this to a friend