পুলিশে আরও ৫০ হাজার সদস্য নিয়োগ : স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী

Kamal_sm1_949531819স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী মো. আসাদুজ্জামান খান কামাল বলেছেন, ‘অন্যান্য দেশের তুলনায় আমাদের দেশে পুলিশ বাহিনীর সদস্য অনেক কম। দেশের মানুষের জানমাল রক্ষার জন্য ইতোমধ্যে পুলিশ বাহিনীতে ১০ হাজার সদস্য নিয়োগ দেওয়া হয়েছে। শিগগিরই আরও ৫০ হাজার সদস্য নিয়োগ দেওয়া হবে। সেই লক্ষ্যে কাজ শুরু হয়েছে।’
তিনি আরও বলেন, ‘গাজীপুর সিটি করপোরেশন এলাকায় আটটি নতুন থানা স্থাপনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। একনেকে অনুমোদন হলেই থানাগুলো স্থাপনের কাজ শুরু হবে।’
গাজীপুরের জেলা পুলিশের আয়োজনে কমিউনিটি পুলিশিং সমাবেশে বিশেষ অতিথির বক্তব্যকালে বৃহস্পতিবার স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী এ সব কথা বলেন।
ভাওয়াল বদরে আলম সরকারি কলেজ মাঠে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক।
মুক্তিযুদ্ধ বিষয়কমন্ত্রী বলেন, ‘জামায়াতের অঘোষিত আমির খালেদা জিয়া এ দেশে আন্দোলনের নামে মিনি গণহত্যা চালিয়েছেন। অনেক নিরীহ মানুষকে পুড়িয়ে মেরেছেন। তিনি অহংকার করে বলেছেন সরকারের পতন না করে তিনি ঘরে ফিরে যাবেন না। তিনি তার অফিস ছেড়ে ঘরে ফিরে গেছেন, কিন্তু সরকারের পতন হয়নি। সরকার বহাল তবিয়তে আছে।’
জেলা পুলিশ সুপার হারুন অর রশিদের সভাপতিত্বে সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন— মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি, সংসদ সদস্য জাহিদ আহসান রাসেল ও সিমিন হোসেন রিমি, পুলিশের মহাপরিদর্শক এ কে এম শহীদুল হক, গাজীপুর মহানগর আওয়ামী লীগের সভাপতি এ্যাডভোকেট আজমত উল্লাহ খান, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম, গাজীপুর সিটি করপোরেশনের ভারপ্রাপ্ত মেয়র আসাদুর রহমান কিরণ।

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com
Send this to a friend