ঝিনাইদহে নবগঙ্গা বাঁচানোর দাবীতে মানববন্ধন

Noboganggaজাহিদুর রহমান তারিক, ঝিনাইদহ: ঝিনাইদহে জলবায়ু পরিবর্তন মোকাবেলা ও নবগঙ্গা নদী বাঁচানোর দাবীতে মঙ্গলবার সকালে উন্নয়ন ধারার উদ্যোগে র‌্যালী ও মানববন্ধন কর্মসুচি পালিত হয়। দেশের ১৫ জেলায় একযোগে এ মানববন্ধন এর আয়োজন করা হয়। পরিকল্পনার অংশ হিসেবে নবগঙ্গা নদী বাঁচানোর দাবীতে অনুষ্ঠিত র‌্যালীটি সকাল ১০টায় ঝিনাইদহ উন্নয়ন ধারা কার্যালয় থেকে শুরু হয়ে শহরের প্রধান-প্রধান সড়ক প্রদীন করে। র‌্যালি শেষে পোস্টঅফিস মোড়ে ঘন্টাব্যাপী মানববন্ধন কর্মসুচি পালন করেন আয়োজক সংগঠনটি। র‌্যালি ও মানববন্ধনে ছাত্র, শিক, বিভিন্ন পেশাজীবি, সাংবাদিক, উন্নয়ন কর্মী ও কৃষক-কৃষাণি সহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ অংশগ্রহণ করেন। মানববন্ধন কর্মসুচিতে জলবায়ু অ্যাডভোকেসী ফোরামের আহবায়ক মাসুদ আহমেদ সনজুর সভাপতিত্বে বক্তব্য রাখেন জলবায়ু অ্যাডভোকেসী ফোরামের যুগ্ম আহবায়ক সাংবাদিক আমিনুর রহমান টুকু, সদস্য সচিব মো: হায়দার আলী, উন্নয়ন ধারার নির্বাহী পরিচালক কৃষিবিদ মো: শহীদুল ইসলাম, জেলার সিনিয়র সাংবাদিক মো: দেলোয়ার কবীর প্রমুখ। বক্তারা স্থানীয় অভিযোজন পরিকল্পনাকে জাতীয় অভিযোজন পরিকল্পনায় অর্ন্তভুক্ত করা, দেশের প্রধান প্রধান ছয়টি ইকোসিস্টেমের জন্য পৃথক পৃথক স্থানীয় অভিযোজন পরিকল্পনা প্রণয়ন, জলবায়ু বাজেট প্রণয়ন ও জলবায়ু আইন-২০১০ সংশোধনের জোর দাবী তুলে ধরেন। পাশাপাশি, ঝিনাইদহের পরিবেশ ও প্রাণবৈচিত্র্য রায় ঝিনাইদহের প্রাণ ”নবগঙ্গা” নদীসহ জেলার সকল নদ-নদী ও খালবিল বাঁচানোকে অগ্রাধিকার দিয়ে স্থানীয় অভিযোজন পরিকল্পনা প্রণয়নের জোড় দাবী জানানো হয়। দাবীগুলোর মধ্যে ছিল নদীর পাড় থেকে সকল অবৈধ স্থাপনা উচ্ছেদ ও অবৈধ দখল বন্ধ করা, নবগঙ্গার নাব্যতা ফিরিয়ে আনা, নদীতে স্থাপিত সকল অবৈধ বাধসমূহ অপসারণ, নদী খনন করে স্থানীয় মৎস্যজীবিকে সম্পৃক্ত করে প্রাকৃতিক মৎস্যচাষ প্রকল্প গ্রহণ, নদীর দুই পারের সৌন্দর্য্য বর্ধন করে ইকো-পার্ক গড়ে তোলা, নদীতে কারেন্ট জাল ব্যবহার বন্ধ করা, নদীর পানি দূষণ রোধ করা ইত্যাদি।

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com
Send this to a friend