ঝিনাইদহে মানবাধিকার সংস্থার সংবাদ সম্মেলন

Press clubজাহিদুর রহমান তারিক, ঝিনাইদহ: ঝিনাইদহে দেশের মানবাধিকার পরিস্থিতি নিয়ে সংবাদ সম্মেলন করেছে বাংলাদেশ মানবাধিকার বাস্থবায়ন সংস্থা। মঙ্গলবার দুপুরে ঝিনাইদহ প্রেসকাবে এক সংবাদ সম্মেলনে লিখিক বক্তব্য পাঠ করেন বাংলাদেশ মানবাধিকার বাস্থবায়ন জেলা সংস্থার সভাপতি আমিনুর রহমান টুকু। এসময় উপস্থিত ছিলেন, জেলা মানবাধিকার বাস্থবায়ন সংস্থা সাধারন সম্পাদক এ্যাড. আব্দুল মোতলেব, সদস্য সচিব হায়দার আলী, প্যানেল আইনজীবি এ্যাড. সালমা খাতুন, শাহানাজ পারভিন প্রমুখ। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে আমিনুর রহমান টুকু বলেন, চলমান রাজনৈতিক সংঘাত জনজীবনকে অস্থিতিশীল, অনিশ্চিত ও স্থবির করে তুলেছে। তিনি আরও বলেন, বিএনপি-জামায়াতত জোটের অবরোধ হরতালের ৮৫ দিনে প্রাণহানি ঘটেছে সর্বমোট ১৫৩ জনের। এর মধ্যে সারাদেশে ক্রাসফায়ারে নিহত হয়েছে ৪২ জন। তবে প্রতিবেদনে ঝিনাইদহের মানবাধিকার পরিস্থিতির উপর কোন মন্তব্য ছিল না। সাংবাদিক সম্মেলনে বলা হয় এই ভয়াবহ পরিস্থিতি থেকে উত্তরনের জন্য সমাজের সকল শ্রেণীর মানুষকে অগ্রণী ভূমিকা পালন করতে হবে।

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com
Send this to a friend