নারায়ণগঞ্জে এনজিও অফিসে অগ্নিকাণ্ড, দগ্ধ ৭

Narayangangনারায়ণগঞ্জের ফতুল্লা উপজেলার পঞ্চবটির রূপসী হাউজিংয়ে অবস্থিত সোসাইটি ফর সোস্যাল সার্ভিস (এসএসএস) নামে একটি এনজিওর অফিসে অগ্নিকাণ্ডের ঘটনায় ৭ জন দগ্ধ হয়েছেন। এর মধ্যে পাঁচজনের অবস্থা আশঙ্কাজনক।
রবিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে চারতলা ভবনের ২য় তলায় এ ঘটনা ঘটে।
দগ্ধরা হলেন— মিজানুর রহমান (৩৫), ফেরদৌস আহমেদ (৩০), সোহেল আহমেদ (২৮), আবদুল আলিম (৩০), নাসির উদ্দিন (৩০), মোহাম্মদ আসলাম (২৭) ও ওমর। এর মধ্যে ৬ জনকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে।
দগ্ধদের মধ্যে নাসির, আসলাম ও ওমর বৈদ্যুতিক মিস্ত্রি। বাকিরা এনজিও অফিসের কর্মকর্তা।
ঢামেক বার্ন ইউনিটের আবাসিক চিকিৎসক ডা. পার্থশঙ্কর পাল জানান, ভর্তি হওয়া ৬ জনের মধ্যে ৫ জনের অবস্থা আশঙ্কাজনক।
এনজিওটির জোনাল ম্যানেজার রফিকুল ইসলাম জানান, বৈদ্যুতিক শটসার্কিট আগুন লেগে এ দুর্ঘটনা ঘটেছে।
তবে প্রত্যক্ষদর্শীরা জানান, এনজিওটির অফিসে বিদ্যুতের কাজ করার সময়ে বিকট শব্দে বিস্ফোরণের ঘটনা ঘটে। এ সময় গ্যাসের একটি পাইপের মাধ্যমে আগুন ছড়িয়ে পড়ে।
দগ্ধদের প্রথমে নারায়ণগঞ্জ শহরের খানপুরে ৩০০ শয্যাবিশিষ্ট হাসপাতালে নেওয়া হয়। ওই হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক আমিনুল ইসলাম জানান, দগ্ধদের শরীরের অনেকাংশ পুড়ে গেছে।
ঘটনাস্থলে যাওয়া ফতুল্লা মডেল থানার এসআই আমির হোসেন জানান, ফায়ার সার্ভিসের ইউনিট ঘটনাস্থলে যাওয়ার আগেই এলাকার লোকজন আগুন নিভিয়ে ফেলে। ৭ জন দগ্ধ হয়েছে জানতে পেরেছি। তাদের হাসপাতালে নেওয়া হয়েছে।

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com
Send this to a friend