‘প্রাথমিকের শিক্ষকদের জ্ঞানের পরিধি সীমিত’

WELFARE-MINOSTER‘প্রাথমিক বিদ্যালয়ের বেশীরভাগ শিক্ষকদের জ্ঞানের পরিধি সীমিত’ বলে মন্তব্য করেছেন সমাজকল্যাণমন্ত্রী সৈয়দ মহসীন আলী। তিনি শিক্ষকদের পাঠদানের সময় মা ও অভিভাবকের মতো আচরণ করে শিশুদের সুশিক্ষায় শিক্ষিত করার পরামর্শ দেন।
পৌর জনমিলন কেন্দ্রে মৌলভীবাজার সরকারি প্রাথমিক শিক্ষক সমিতির উদ্যোগে আয়োজিত প্রাথমিক শিক্ষার মানোন্নয়ন, অবসরপ্রাপ্ত শিক্ষকদের বিদায় ও নবাগত শিক্ষকদের বরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ সব কথা বলেন।
অনুষ্ঠানে মৌলভীবাজার সদর উপজেলা সরকারি প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি আব্দুল বাছিত চৌধুরীর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন— জেলা প্রশাসক কামরুল হাসান, পুলিশ সুপার (এসপি) তোফায়েল আহমদ, জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা পঞ্চানন বালা, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা কামরুজ্জামান প্রমুখ।

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com
Send this to a friend