সাবেক মেয়র লিটনের বাসায় ককটেল হামলা

Rajshahiরাজশাহী মহানগর আওয়ামী লীগের সভাপতি ও সাবেক সিটি মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটনের বাসায় ককটেলের বিস্ফোরণ ঘটানো হয়েছে। নগরী উপশহর এলাকায় সোমবার রাত ৯টার দিকে এ ঘটনা ঘটে। এ ঘটনায় কেউ হতাহত হননি।
রাজশাহী মহানগর আওয়ামী লীগের সভাপতি এএইচএম খায়রুজ্জামান লিটন দ্য রিপোর্টকে জানান, রাত ৯টার দিকে দুর্বৃত্তরা তার শোয়ার ঘরে বারান্দায় একটি শক্তিশালী ককটেলের বিস্ফোরণ ঘটায়। এতে ওই ঘরের জানালা ক্ষতিগ্রস্ত হয়েছে। ওই সময় তার ঘরে মেয়ে থাকলেও দরজা বন্ধ থাকায় বেঁচে গেছেন।
তিনি আরও জানান, তিনি ঢাকায় অবস্থান করছেন। বাড়ির লোকেদের কাছে খবর পেয়ে তাৎক্ষণিক আইনশৃঙ্খলা বাহিনী ও দলীয় নেতাকর্মীদের জানান। পরে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন।
বোয়ালিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর হোসেন জানান, রাতে দুর্বৃত্তরা সাবেক মেয়র ও আওয়ামী লীগ নেতা এএইচএম খায়রুজ্জামান লিটনের উপশহর এলাকার বাসায় ককটেল হামলা চালায়। ককটেলটি দোতলার বেলকনিতে বিস্ফোরিত হয়। তবে এতে কেউ আহত হননি। হামলার সঙ্গে জড়িতদের আটকে পুলিশি অভিযান শুরু হয়েছে।

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com
Send this to a friend