দিনাজপুরে আসামি ধরতে গিয়ে যৌথবাহিনীর গুলিবর্ষণ

Dinajpurদিনাজপুরের চিরিরবন্দর উপজেলার রাণীরবন্দরে আসামি ধরাকে কেন্দ্র করে যৌথবাহিনী গুলিবর্ষণ করেছে। এ সময় খোদা বখস নামে এক ব্যক্তিকে আটক করা হয়। তিনি নাশকতা মামলার আসামি এবং শিবিরের রাণীরবন্দর শাখার সাংগঠনিক সম্পাদক মতিউর রহমান মতির বড় ভাই।
শনিবার রাত ৮টায় উপজেলার রাণীরবন্দর বাজারে এ ঘটনা ঘটে।
সরেজমিন অনুসন্ধানে জানা যায়, রাত ৮টায় ডিবি পুলিশ রাণীরবন্দর বাজারে পল্লীচিকিৎসক মো. খোদা বখসকে আটক করে। এ সময় কিছু লোক বাধা দিলে আইনশৃংখলা রক্ষাকারী বাহিনীর সাথে তাদের সংঘর্ষ বেধে যায়। ঘটনার সময় বেশ কয়েকটি ককটেল বিস্ফোরিত হলে যৌথবাহিনী গুলিবর্ষণ করে। এতে মহিলাসহ বেশ কয়েকজন আহত হয়েছে বলে জানা যায়। তবে এখনও তাদের পরিচয় জানা যায়নি।
খোদা বখসকে আটক করার সময় যারা বাধা দেয় তাদের পরিচয় সম্পর্কে এখনও কিছু জানা যায়নি।
চিরিরবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনিছুর রহমান জানান, জামায়াত-শিবিরের কর্মীরা গাড়ি ভাঙচুর করছে এমন সংবাদের ভিত্তিতে আইনশৃংখলা রক্ষাকারী বাহিনী সেখানে অভিযান চালায়। এ সময় জামায়াত-শিবিরের কর্মীরা তাদের লক্ষ্য করে ককটেল হামলা চালায়। যৌথ বাহিনী সেখানে আত্মরক্ষার্থে গুলিবর্ষণ করে। এ ঘটনায় কেউ হতাহত হয়েছে কিনা বা কয় রাউন্ড গুলি ব্যবহার করা হয়েছে তা এখনও নিশ্চিত করে বলা যাচ্ছে না।
পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার জন্য ঘটনাস্থলে এক প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে বলে ওসি জানান।

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com
Send this to a friend