‘দু-পাঁচটা ছারপোকা টিপে মারলে কিছু হবে না’

Chuadangaচলমান রাজনৈতিক সহিংসতা যে কোনো মূল্যে দমন করা হবে উল্লেখ করে খুলনা রেঞ্জের উপ-মহাপরিদর্শক (ডিআইজি) এস এম মনির-উজ-জামান বলেছেন, ‘যারা হরতাল অবরোধ ও সন্ত্রাসী কর্মকাণ্ড করে এবং পেট্রোলবোমা মেরে নিরীহ মানুষদের পুড়িয়ে হত্যা করছে তাদের কিভাবে শায়েস্তা করতে হয় তা আমাদের জানা আছে। যে সকল …বাচ্চা নিরীহ মানুষদের পুড়িয়ে মারছে আমরা তাদের পুড়িয়ে মারব। দু-পাঁচটা ছারপোকাকে টিপে মেরে ফেললে কোনো ক্ষতি হবে না।’
চুয়াডাঙ্গা জেলার দামুড়হুদা উপজেলা শহরের বাসস্ট্যান্ডে অনুষ্ঠিত উপজেলা কমিউনিটি পুলিশিং ফোরাম আয়োজিত অপরাধ প্রতিরোধ পথসভায় বুধবার সন্ধ্যা সোয়া ৭টায় তিনি এ সব কথা বলেন।
ডিআইজি বলেন, ‘যারা সহিংসতা করছে তাদের মনে রাখতে হবে এটা ৭১-৭৫ সাল নয়, এখন চলছে ২০১৫ সাল। জনগণ ও রাষ্ট্রের ক্ষমতা এক হলে কোনো সন্ত্রাসী গোষ্ঠী মাথা তুলে দাঁড়াতে পারবে না।’
তিনি বলেন, ‘২০১৪ সালের ৫ জানুয়ারির নির্বাচনকে টকশোর শিল্পীরা প্রশ্নবিদ্ধ করেছে। তারা জানে না, এ নির্বাচন না হলে বাংলাদেশ পাকিস্তান অথবা তালেবানি রাষ্ট্রে পরিণত হতো। বঙ্গবন্ধুর কন্যা যখন তার সুখ, দুঃখ, আনন্দ ভুলে বাংলাদেশকে উন্নত রাষ্ট্রে পরিণত করার জন্য চেষ্টা চালাচ্ছে তখন আলবদর রাজাকার ও জঙ্গীরা এ দেশটাকে নিয়ে ছিনিমিনি খেলছে। আমরা তা হতে দিতে পারি না।’
এস এম মনির-উজ-জামান বলেন, ‘বঙ্গবন্ধু কন্যার ডাকে সাড়া দিয়ে আপনারা পাড়ায়-পাড়ায়, মহল্লায়-মহল্লায় কমিটি গঠন করে নাশকতাকারীদের আইনশৃঙ্খলা বাহিনীর হাতে ধরিয়ে দিন। তাদের ছোড়া পেট্রোলবোমায় পুড়ে নিরীহ মানুষ যখন মেডিকেল কলেজগুলোর বিছানায় কাতরাচ্ছে তখন তাদের নেতার গুলশান-বারিধারায় আয়েশি জীবনযাপন করছে। এটা আমরা হতে দেবো না।’
খুলনা র‌্যাব-৬ অধিনায়ক লে. কর্নেল আরিফ সুমন বলেন, ‘নাশকতাকারীদের যেভাবেই হোক প্রতিহত করা হবে। কারণ জনগণের জানমালের নিরাপত্তা দেওয়ার জন্য আমার বদ্ধপরিকর।’
তারপর চুয়াডাঙ্গা-২ আসনের সংসদ সদস্য আলী আজগার টগর বলেন, ‘যারা বোমবাজী ও নাশকতার সঙ্গে জড়িত তাদের ধরে আইনশৃঙ্খলা বাহিনীর হাতে তুলে দেওয়া হবে।’
পথসভায় আরও উপস্থিত ছিলেন, অতিরিক্ত ডিআইজি দিদার আহমেদ ও রফিকুল ইসলাম, চুয়াডাঙ্গা- ৬ বিজিবি’র পরিচালক লে. কর্নেল এস এম মনিরুজ্জামান, ঝিনাইদহের পুলিশ সুপার আলতাফ হোসেন, চুয়াডাঙ্গা পুলিশ সুপার রশীদুল হাসান, দামুড়হুদা উপজেলা নির্বাহী কর্মকর্তা ফরিদুর রহমান, দামুড়হুদা উপজেলা কমিউনিটি পুলিশিং ফোরামের সভাপতি ও একই উপজেলা আওয়ামী লীগের সভাপতি সিরাজুল আলম ঝন্টু ও পারকৃষ্ণপুর-মদনা ইউনিয়নের চেয়ারম্যান এবং উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক এস এম জাকারিয়া আলম।
দামুড়হুদা উপজেলায় পথসভার পর খুলনা রেঞ্জের ডিআইজি জীবননগর উপজেলায় অপর এক পথসভায় বক্তব্য রাখেন।

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com
Send this to a friend