নকলায় ফটিক হত্যাকান্ডের প্রধান আসামী গ্রেফতার

1508177_802667749825949_8407806913698077324_nশেরপুরের নকলায় গভীররাতে ৫নং বানেশ্বর্দি ইউনিয়নের বাউসা গ্রামে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে বাউসা পূর্বপাড়া এলাকার মৃত শাহেদ আলীর পুত্র আব্দুল সোবাহান ওরফে ফটিক (৪৫) কে গলাকেটে হত্যার প্রধান আসামী নায়েব আলীর পুত্র স্বর্নবালী (৩৭) কে গত ৮ ফেব্রুয়ারী গ্রেফতার করেন নকলা থানার এসআই সাইফুল ইসলাম। নকলা থানা পুলিশ জানায় স্বর্নবালী স্বেচ্ছায় গতকাল নকলা থানায় ধরা দেন এবং নিজেই এই হত্যাকান্ডটি ঘটিয়েছেন বলে স্বীকার করেন। উল্লেখ্য গত ৮ ফেব্রুয়ারী রোববার গভীর রাত অনুমান ২টা ৩০মিনিটের সময় উপজেলার ৫নং বানেশ্বর্দি ইউনিয়নের বাউসা পূর্বপাড়া এলাকার মৃত শাহেদ আলীর পুত্র আব্দুল সোবাহান ওরফে ফটিক (৪৫) কে গলা কেটে হত্যা করেছে। এই হত্যায় হত্যাকারীকে সহযোগিতা করার অপরাধে প্রাথমিক জিজ্ঞাসা বাদের জন্য একই এলাকার আলতাব আলীর পুত্র জামাল (১৮) ও কালাম (২০)কে নকলা থানা পুলিশ গ্রেফতার করেন। পুলিশ ও স্থানীয় সূত্র জানায় নিহত ও গ্রেফতারকৃত ব্যাক্তিদের সাথে দীর্ঘদিন যাবৎ জমি সংক্রান্ত বিরোধ ছিল। সেই বিরোধের জের হিসেবে এই হত্যাকান্ডটি ঘটিয়েছে। এই ব্যপারে নকলা থানায় একটি মামলাা দায়ের করেন।

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com
Send this to a friend