সিরাজগঞ্জে এসএসসি পরীক্ষাকেন্দ্রে পেট্রোলবোমা

Sirajganjসিরাজগঞ্জে এসএসসি পরীক্ষাকেন্দ্রে পেট্রোলবোমা নিক্ষেপ করেছে দুর্বৃত্তরা।
জেলার রায়গঞ্জ উপজেলার ধানগড়া ফাজিল মাদ্রাসায় বৃহস্পতিবার রাত ৮টা দিকে এ ঘটনা ঘটে।
অপরদিকে সিরাজগঞ্জ সদর উপজেলার বহুলী ইউনিয়নে চারটি সিএনজিচালিত অটোরিকশা ভাঙচুর করেছে দুর্বৃত্তরা।
স্থানীয়রা জানান, শুক্রবার সকাল থেকে এসএসসির প্রথম পরীক্ষা শুরু হবে। ওই মাদ্রাসায় এসএসসিসহ সমমনা পরীক্ষাকেন্দ্র স্থাপন করা হয়েছে। রাতে ৮টার দিকে দুর্বৃত্তরা পেট্রোলবোমা নিক্ষেপ করে। স্থানীয়রা ধোঁয়া বের হতে দেখে ছুটে গিয়ে আগুন নেভাতে সক্ষম হন।
মাদ্রাসা সুপারের অফিস কক্ষে রাখা কিছু নথি পুড়েছে বলে কেন্দ্র সচিব ও মাদ্রাসা সুপার রইচ উদ্দিন সাংবাদিকদের জানান।
খবর পেয়ে রায়গঞ্জ সার্কেল এএসপি মাহমুদুল কবির ও রায়গঞ্জ থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তবে কাউকে আটক করতে পারেনি পুলিশ।
রায়গঞ্জ সার্কেল এএসপি মাহমুদুল কবির জানান, শুক্রবার থেকে এসএসসি ও সমমনা পরীক্ষার প্রথম পরীক্ষায় যেন পরীক্ষার্থীরা না আসে, এমন আতংক সৃষ্টির জন্যই এ ঘটনা ঘটানো হয়েছে।
অপরদিকে রাত সাড়ে ৮টার দিকে সিরাজগঞ্জ সদর উপজেলার সড়কের বিভিন্ন স্থানে অবরোধকারীরা চারটি সিএনজিচালিত অটোরিকশা ভাঙচুর করেছে।
বহুলী ইউনিয়ন চেয়ারম্যান শেখ এনামুল ইসলাম জানান, এমন ঘটনার কথা তিনি শুনেছেন।

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com
Send this to a friend