নিপাহ ভাইরাসে আক্রান্ত আরও ১ শিশু হাসপাতালে

noagaonনওগাঁর মান্দায় সবুজ হোসেন (১২) নামে আরও এক শিশু নিপাহ ভাইরাসে আক্রান্ত হয়েছে বলে জানা গেছে। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে বৃহস্পতিবার তাকে ভর্তি করা হয়।
আক্রান্ত শিশু সবুজ মান্দা উপজেলার চকমনসুখ গ্রামের শহীদুল ইসলামের ছেলে।
নওগাঁর সিভিল সার্জন ডা. মোজাহার হোসেন জানান, ২৮ জানুয়ারি সকালে খেজুরের কাঁচা রস খেয়ে অসুস্থ হয় সবুজ। বুধবার তার অবস্থার অবনতি হলে পরিবারের লোকজন মান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসকদের জানান। সেখানকার চিকিৎসকরা সবুজকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়।
তিনি জানান, সবুজের শারীরিক পরিস্থিতি ও লক্ষণ পর্যবেক্ষণ করে নিপাহ ভাইরাসে আক্রান্তের বিষয়টি ধারণা করা হচ্ছে। তবে আরও নিশ্চিত হওয়ার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে অসুস্থ সবুজের লালা ও রক্ত গ্রহণ করে ঢাকার রোগ তত্ত্ব, নির্ণয় ও গবেষণা ইনস্টিটিউটে পাঠানো হবে।
এর আগে জানুয়ারি মাসের শেষ সপ্তাহে খেজুরের কাঁচা রস খেয়ে নিপাহ ভাইরাসে আক্রান্ত হয় মান্দা উপজেলার ভালাইন গ্রামের শিশু আপেল মাহমুদ (১১), কাউসার (১৩) ও বালুবাজার গ্রামের যুবক হাফিজুল ইসলাম (২৫)।
এক সপ্তাহের মধ্যেই রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তারা।

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com
Send this to a friend