গাইবান্ধায় ট্রাকে পেট্রোলবোমা, চালক ও হেলপার দগ্ধ

GAIBANDHA-NEWS-FROM-PALASH-TR-6.বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের ৭২ ঘণ্টা হরতালের প্রথম দিনে জেলার গোবিন্দগঞ্জ উপজেলায় একটি সার বোঝাই ট্রাকে পেট্রোলবোমা ছুড়েছে দুর্বৃত্তরা। এ সময় পেট্রোলবোমার আগুনে ট্রাকের চালক জালাল উদ্দিন (২৮) ও হেলপার মহব্বত (৩২) অগ্নিদগ্ধ হয়েছেন।
রংপুর-ঢাকা মহাসড়কের গোবিন্দগঞ্জ উপজেলা শহরের চক্ষু হাসপাতালের সামনে রবিবার সন্ধ্যা ৭টার দিকে এ ঘটনা ঘটে।
গুরুতর আহত জালাল উদ্দিন ও মহব্বতকে প্রথমে গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। জালাল উদ্দিন পাবনা জেলার সাথিয়া উপজেলার বনগ্রামের নূর শেখের ছেলে ও মহব্বত একই গ্রামের ইসলাম মিয়ার ছেলে।
স্থানীয়রা জানায়, বগুড়া থেকে সার নিয়ে ট্রাকটি লালমনিরহাটে যাচ্ছিল। গোবিন্দগঞ্জ উপজেলার চক্ষু হাসপাতালের সামনে পৌঁছালে দুর্বৃত্তরা ট্রাকটি লক্ষ্য করে পেট্রোলবোমা ছুড়ে পালিয়ে যায়। এতে চালক ও হেলপার আহত হন। পরে ট্রাক থেকে তাদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়।
গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক সবুজ কুমার সরকার জানান, দুজনের মুখসহ শরীর ঝলসে যাওয়ায় তাদের রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।
গোবিন্দগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম মাসুদ পারভেজ বিষয়টি নিশ্চিত করে বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যাওয়ার আগেই দুর্বৃত্তরা পালিয়ে যায়। ট্রাকটি উদ্ধার করে হাইওয়ে থানায় নিয়ে আসা হয়েছে।

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com
Send this to a friend