পাবনায় হরতালে মহাসড়কে আগুন

Hortalপাবনায় ২০ দলীয় জোটের ডাকা বুধবারের সকাল-সন্ধ্যা হরতাল মহাসড়কে আগুন ও বিক্ষোভের মধ্যদিয়ে শুরু হয়েছে।
হরতালের সমর্থনে সকাল সাড়ে ৭টার দিকে পাবনা-ঢাকা মহাসড়কের মহেন্দ্রপুরে রাস্তায় পেট্রোল ঢেলে আগুন জ্বালিয়ে বিক্ষোভ করে শিবিরের নেতাকর্মীরা। এর বাইরে পিকেটিং বা কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। বিএনপি বা ছাত্রদলের কোনো পিকেটিং চোখে পড়েনি।
পাবনার অতিরিক্ত পুলিশ সুপার সিদ্দিকুর রহমান জানান, নাশকতা বা অপ্রীতিকর ঘটনা এড়াতে শহরের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে মোতায়েন রয়েছে আইন-শৃঙ্খলা বাহিনীর অতিরিক্ত সদস্য। জোরদার করা হয়েছে বিজিবি ও র‌্যাবের টহল।
এছাড়া মঙ্গলবার রাতে অভিযান চালিয়ে বিএনপি-জামায়াতের ৭ নেতাকর্মীকে আটক করেছে পুলিশ।
এদিকে হরতালে কেন্দ্রীয় বাস টার্মিনাল থেকে দূরপাল্লা ও জেলার অভ্যন্তরীণ রুটে ভারি যান চলাচল বন্ধ রয়েছে। তবে সিএনজি ও ব্যাটারিচালিত অটোরিকশা, রিকশা ও শ্যালো ইঞ্জিনচালিত নছিমন-করিমন চলাচল স্বাভাবিক রয়েছে।
বিএনপি চেয়ারপারসন ও ২০ দলীয় জোট নেত্রী খালেদা জিয়াকে নিজ কার্যালয়ে ‘অবরুদ্ধ’ করে রাখা এবং কেন্দ্রীয় ও জেলা বিএনপি-জামায়াত নেতাদের গ্রেফতারের প্রতিবাদে মঙ্গলবার দুপুরে প্রথমে জেলা ছাত্রদল এবং পরে জেলার ২০ দলীয় জোট আলাদাভাবে এ হরতালের ডাক দেয়।

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com
Send this to a friend