কুড়িগ্রামের রাজীবপুর কলেজ ছাত্রীকে ধর্ষণের চেষ্টা

rape_2কুড়িগ্রামের রাজীবপুর ডিগ্রি কলেজের একাদশ শ্রেণীর এক ছাত্রীকে জোরপূর্বক ধর্ষণের চেষ্টার ঘটনা ঘটিয়েছে সুরুজ মিয়া (২৫) নামের বখাটে। এ সময় ওই কলেজ ছাত্রীর গায়ের জামা ছিড়ে ফেলে মারপিটও করা হয়। মেয়েটির চিৎকারে গ্রামবাসী এগিয়ে এসে তাকে উদ্ধার করে কিন্তু বখাটে সুরুজ মিয়া পালিয়ে যায়। কুড়িগ্রামের রাজীবপুর উপজেলার দুর্গম নয়াচর ব্যাপাড়িপাড়া গ্রামের শুক্রবার বিকাল সাড়ে ৩টার দিকের ঘটনা এটি।
এদিকে ওই ঘটনার পর ওই দিনই সন্ধ্যা ৬টার দিকে বখাটে সুরুজ মিয়া নির্যাতিত কলেজ ছাত্রীর বাড়িতে গিয়ে জীবননাশের হুমকি দেয়। এনিয়ে বেশি বাড়াবাড়ি ও থানায় অভিযোগ না দেওয়ার জন্য ওই হুমকি দেয় বলে নির্যাতিত মেয়েটি অভিযোগ করেছে। পরে স্থানীয় সাবেক ইউপি চেয়ারম্যানন আব্দুল বারি সরকার মেয়েটিকে নিরাপত্তার জন্য নিজের বাড়ি নিয়ে রাখেন বলে জানা গেছে। তিনি জানান, বিষয়টি থানা পুলিশকে জানানো হয়েছে। রাতে মেয়েটিকে যাতে ক্ষতি করতে না পারে সে কারণে আমার বাড়ি নিয়ে আসা হয়েছে।
অভিযোগে জানা গেছে, ওই কলেজ ছাত্রী বিকালে একই গ্রামের তার এক সহপাঠির বাড়িতে বেড়াতে গেলে বখাটে সুরুজ মিয়া তাকে ঘরে আটকে জোরপূর্বক ধর্ষণের চেষ্টা চালায়। বখাটের কাকা আবু বক্কর এর মেয়ে নির্যাতিত কলেজ ছাত্রীর বান্ধবী। আর ওই বাড়িতেই বেড়াতে গিয়েছিল নির্যাতিত ছাত্রী। এসব তথ্য মোবাইল ফোনে জানিয়েছে নির্যাতিত কলেজ ছাত্রী। সে আরো বলেন, ‘ওই ঘটনার পর সন্ধ্যায় আমগর বাড়িতে যাই হুমকি দিয়েছে। কইছে এ নিয়া যদি থানায় অভিযোগ কর তাহলে তোমার অবস্থা খুব খারাব হবো।’
অভিযোগ প্রসঙ্গে জানার জন্য বখাটের পিতা সহিজল ইসলামের সঙ্গে যোগাযোগ করেও তার মতামত নেওয়া সম্ভব হয়নি। আর ঘটনার পরন থেকে বখাটে আত্মগোপনে থাকায় তারও বক্তব্য পাওয়া যায়নি। তবে ঘটনার বিষয়ে জানার জন্য সংশ্লিষ্ট মোহনগঞ্জ ইউপি চেয়ারম্যান আনোয়ার হোসেন আনুর সঙ্গে যোগাযোগ করলে তিনি বলেন, ‘ঘটনাটি আমিও শুনেছি। সকালে খোঁজ খবর নিয়ে বিচার শালিস করা হবে। কেননা ছেলে পক্ষও গরীব আর মেয়ে পক্ষও গরীব। তার ওপর মেয়ের পরিবার হলো হিন্দু।’
উল্লেখ্য যে, যে গ্রামের ঘটনা সেই মোহনগঞ্জ ইউনিয়নের নয়াচর ব্যাপাড়িপাড়া রাজীবপুর উপজেলার অধীনে হলেও আইন শৃঙ্খলা রক্ষা করে ঢুষমারা থানা। এ প্রসঙ্গে ঢুষমারা থানার অফিসার ইনচার্জ (ওসি) আবু মুসার সঙ্গে মোবাইল ফোনে যোগাযোগ করলে তিনি বলেন, ‘বিষয়টি আমাকে ফোন করে জানিয়েছে এলাকাবাসী। কিন্তু নির্যাতিত পরিবার থানায় কোনো অভিযোগ দেয়নি। অভিযোগ ছাড়া আমরা যেতেও পারব না।’

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com
Send this to a friend