‘বিএনপির রাজনীতি বিদেশনির্ভর’

Gopalganj-hoযোগাযোগ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘বিএনপির আন্দোলন সংগ্রাম ও রাজনীতি বিদেশনির্ভর হয়ে পড়েছে। বিএনপি ওবামা, ইউরোপীয় ইউনিয়ন ও ভারতীয় নেতৃবৃন্দের দিকে তাকিয়ে থাকেন, কখন তারা কী বলেন। তাদের আন্দোলনে জনগণের সম্পৃক্ত নেই। তাই তারা বিদেশনির্ভর হয়ে পড়েছে। এটা তাদের রাজনীতির দেউলিয়াপনা।’
ওবায়দুল কাদের শুক্রবার দুপুরে গোপালগঞ্জের কাশিয়ানীতে কালনা সেতু প্রকল্প এলাকা পরিদর্শনকালে এ সব কথা বলেন।
বিজেপির সভাপতি অমিত শাহর খালেদা জিয়াকে ফোন দেওয়া প্রসঙ্গে মন্ত্রী বলেন, ‘একজন রাজনীতিকের অসুস্থতার খবর যে কেউ নিতে পারেন। এতে বিএনপি উল্লসিত হয়েছে। কিন্তু এতে তাদের উল্লসিত হয়ে প্রেস কনফারেন্স করার কিছু নেই।’
‘১৯৬৯ ও ১৯৯০-এর আন্দোলনকে গণআন্দোলন আখ্যা দিয়ে তিনি বলেন, ‘গণআন্দোলনে জনগণের সম্পৃক্ততা থাকে। জনগণই সেখানে বড় অস্ত্র। জনগণের আন্দোলনের চেয়ে বড় অস্ত্র আর কিছু নেই। আর যখন জনগণ সম্পৃক্ত হয় না, তখন সহিংসতা-নাশকতা হয়। বাস-ট্রেন পোড়ানো হয়। নাশকতা করা কোনো আন্দোলন নয়।’
বিএনপির আন্দোলন সম্পর্কে মন্ত্রী বলেন, ‘বিএনপি যে আন্দোলন করছে তা কোনো গণআন্দোলন নয়। এটা সহিংসতা। তাদের সহিংসতার বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হচ্ছে। এর সঙ্গে জনগণের কোনো সম্পৃক্ততা নেই। সারাদেশের সঙ্গে যোগাযোগ ব্যবস্থা সচল রয়েছে। তাদের নেতারা আন্দোলন ঘোষণা করে ঘরে বসে থাকেন আর রাস্তায় কিছু লোক চোরাগোপ্তা হামলা করে গাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগ করছে। এটা কোনো আন্দোলন হতে পারে না।’

মন্ত্রী আরও বলেন, প্রায় তিনশ’ কোটি টাকা ব্যয়ে কালনা সেতুসহ পাঁচটি সেতুর নির্মাণ কাজ শুরু হবে। সেতুগুলোর নির্মাণ কাজ শেষ হলে দক্ষিণ-পশ্চিমাঞ্চলসহ সারাদেশের সঙ্গে রাজধানীর সেতুবন্ধন স্থাপিত হবে। মধুমতি নদীর ওপর কালনা সেতু পদ্মা সেতুর একটি সংযোগ সেতু। সেতুটি নির্মাণ হলে বেনাপোল স্থল বন্দরের সঙ্গেও রাজধানীর সরাসরি যোগাযোগ স্থাপন হবে।
সড়ক ও জনপথ বিভাগের অতিরিক্ত প্রকৌশলী মো. আবুল কাশেম ভূঁঞা, তত্ত্বাবধায়ক প্রকৌশলী মো. ইকবাল, গোপালগঞ্জের নির্বাহী প্রকৌশলী সমিরণ রায়, নড়াইলের নির্বাহী প্রকৌশলী তাপসী দাসসহ সড়ক ও জনপথ বিভাগ ও প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন।

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com
Send this to a friend