দাফনের জন্য গোসলের সময় কেঁদে উঠল শিশু

Dinajpur_thereport24জেলার হাকিমপুর উপজেলার হিলিতে চিকিৎসক মৃত ঘোষণার পর দাফনের জন্য গোসলের সময় কেঁদে উঠল এক নবজাতক।
হাকিমপুর পৌরসভার জালালপুর গ্রামে রবিবার সকাল ৮টায় এ ঘটনা ঘটে।
পৌরসভার কাউন্সিলর মিনহাজুল ইসলাম লিটন   জানান, শনিবার রাতে জালালপুর গ্রামের মমিনুরের স্ত্রী নূরজাহানকে হাকিমপুর উপজেলা হাসপাতালে ভর্তি করা হয়। রবিবার ভোর সাড়ে ৫টায় ছেলে সন্তানের জন্ম দেন নূরজাহান। কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষার পর প্রাণের কোনো সাড়া না পেয়ে নবজাতককে মৃত ঘোষণা করেন।
তিনি জানান, পরিবারের লোকজন শিশুটিকে দাফনের জন্য বাড়িতে এনে গোসলের সময় কেঁদে ওঠে নবজাতক। এ সময় তারা দ্রুত নবজাতককে জয়পুরহাট হাসপাতালে নিয়ে যান। সেখানে নবজাতক ও তার মা চিকিৎসাধীন।
এ ব্যাপারে হাকিমপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. মো. কামাল হোসেন  বলেন, ‘বিষয়টি অলৌকিক। আমরা চিকিৎসক, সৃষ্টিকর্তা নই।’
হাকিমপুর উপজেলা স্বাস্থ্য পরিবার পরিকল্পনা অফিসার ডা. সোলাইমান আলী জানান, তিনি বিশেষ কাজে চিরিরবন্দর উপজেলায় রয়েছেন। এ বিষয়ে তিনি অবগত নন।

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com
Send this to a friend