কিশোরগঞ্জের ১৩ উপজেলায় ওষুধ সরবরাহ বন্ধ

kishoreganj_thereport24কিশোরগঞ্জ প্রতিনিধি : কিশোরগঞ্জে ভ্রাম্যমাণ আদালত বিভিন্ন ওষুধ কোম্পানির ৩২ ওষুধ প্রতিনিধিকে আটক ও জরিমানা করার প্রতিবাদে কিশোরগঞ্জ সদরসহ ১৩ উপজেলায় অনির্দিষ্টকালের জন্য সব ধরনের ওষুধ সরবরাহ বন্ধের ঘোষণা দিয়েছে কিশোরগঞ্জ জেলা ওষুধ প্রতিনিধি সংগঠন ফারিয়া।
প্রতিনিধিরা গুরুদয়াল কলেজের শহীদ মিনার চত্বরে সোমবার সকাল সাড়ে ১১টার দিকে এক প্রতিবাদ সভায় এ সিদ্ধান্ত নেন।
উল্লেখ্য, রবিবার দুপুরে র‌্যাব ও নির্বাহী ম্যাজিস্ট্রেটের মোবাইল কোর্ট ৩২ ওষুধ প্রতিনিধিকে কিশোরগঞ্জ জেলা হাসপাতাল সামনে থেকে আটক করে প্রত্যকের ১৫ দিদনের জেল ও ১৫ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ১০ দিনের করে কারাদণ্ডের আদেশ দেন। পরে ওই দিন সন্ধ্যায় এ রায় পাল্টিয়ে প্রত্যেককে এক হাজার টাকা করে জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালতের ম্যাজিস্ট্রেট মোঃ আবু তাহের সাঈদ।
জেলা ওষুধ প্রতিনিধি সংগঠন ফারিয়ার উপদেষ্টা মোঃ রুহুল আমিন খান বলেন, ‘এমন ঘটনা কিশোরগঞ্জের ইতিহাসে আর ঘটেনি। বিনা অপরাধে আমাদের ওষুধ প্রতিনিধিদের ভ্রাম্যমাণ আদালত আটক ও জরিমানা করেছেন। তারা সবাই হাসপাতাল এলাকায় বিভিন্ন ফার্মেসিতে তাদের কোম্পানির ওষুধ সরবরাহ করছিলেন।

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com
Send this to a friend