পার্বতীপুরে অপহৃত স্কুলছাত্রী নরসিংদী থেকে উদ্ধার

Dinajpurদিনাজপুর প্রতিনিধি : জেলার পার্বতীপুর থেকে অপহৃত স্কুলছাত্রীকে সাতদিন পর নরসিংদী থেকে উদ্ধার করা হয়েছে।
নরসিংদী জেলার পলাশ থানার দরিহারলাপাড়া গ্রামে জোনায়েদ আলীর বাড়ি থেকে রবিবার পুলিশ তাকে উদ্ধার করে দিনাজপুরে নিয়ে আসে। দিনাজপুর আদালতে জবানবন্দী দেওয়ার জন্য স্কুলছাত্রীকে সোমবার সকালে পাঠানো হয়েছে।
মামলার তদন্তকারী কর্মকর্তা পার্বতীপুর মডেল থানার এসআই আ. হামিদ জানান, পার্বতীপুরে অটো চালানোর সুবাদে নরসিংদী জেলার পলাশ থানার দরিহারলাপাড়া গ্রামের আমারত আলীর ছেলে জোনায়েদ আলীর যাতায়াত ছিল ওই স্কুলছাত্রীর বাড়িতে। এর ফলে ওই স্কুলছাত্রীর সঙ্গে জোনায়েদের প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। এক পর্যায়ে বিয়ের প্রলোভন দিয়ে ৭ ডিসেম্বর বিকেলে জুনায়েদ ওই ছাত্রীকে নিয়ে পালিয়ে যায়।
এ ঘটনায় স্কুলছাত্রীর বাবা ১১ ডিসেম্বর জুনায়েদকে আসামি করে পার্বতীপুর মডেল থানায় একটি অপহরণ মামলা করেন।
পার্বতীপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহমুদুল আলম বিষয়টি নিশ্চিত করে জানান, পুলিশের উপস্থিতি টের পেয়ে আসামি জোনায়েদ পালিয়ে যায়।

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com
Send this to a friend