বান্দরবানে সাংবাদিকের ওপর হামলা

Bandarban-thereport24.comবান্দরবান প্রতিনিধি : বান্দরবানে স্থানীয় সাংবাদিক জহির রায়হানকে পিটিয়ে আহত করেছে সন্ত্রাসীরা। এ ঘটনার প্রতিবাদে হামলাকারীদের গ্রেফতারের দাবি জানিয়ে মিছিল-সমাবেশ করেছেন সাংবাদিকরা।
প্রত্যক্ষদর্শীরা জানান, জেলা শহরের স্টেডিয়াম এলাকায় বৈশাখী টেলিভিশন এবং চট্টগ্রামে আঞ্চলিক দৈনিক বীর চট্টগ্রাম মঞ্চের বান্দরবান জেলা প্রতিনিধি জহির রায়হানের ওপর লাঠিসোটা নিয়ে শনিবার বিকেলে হামলা চালায় সন্ত্রাসীরা। সন্ত্রাসীরা সাংবাদিক জহিরের মাথায় এবং শরীরের বিভিন্ন অংশ জখম করেছে।
স্থানীয়রা এগিয়ে এসে গুরুতর আহত অবস্থায় সাংবাদিক জহিরকে উদ্ধার করে প্রথমে বান্দরবান সদর হাসপাতালে ভর্তি করে। পরে অবস্থার অবনতি হলে তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। এদিকে ঘটনার প্রতিবাদে স্থানীয় সাংবাদিকরা আগামী ২৪ ঘণ্টার মধ্যে হামলাকারীদের গ্রেফতারের দাবিতে মিছিল-সমাবেশ করেছে।
প্রেস ক্লাব সভাপতি অধ্যাপক মো. ওসমান গনির সভাপতিত্বে প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন- সিনিয়র সাংবাদিক বৌদ্ধ জ্যোতি চাকমা, দৈনিক সাঙ্গুর সম্পাদক কবির হোসেন সিদ্দিকী, সাপ্তাহিক বান্দরবানের সম্পাদক মোজাম্মেল হক লিটন, সাংবাদিক আবদুল মালেকসহ বিভিন্ন সাংবাদিক সংগঠনের নেতারা।
বান্দরবান কলেজ ছাত্রলীগের সদস্য সচিব আহসানুল আলম রুমুর নেতৃত্বে ক্ষমতাসীন দলের কতিপয় ব্যক্তি গত ৪ ডিসেম্বর সাংবাদিক জহিরকে প্রাণনাশের হুমকি দেন। হুমকিদাতারা এ হামলায় জড়িত বলে অভিযোগ করেছেন জহিরের ভাই জয়নাল আবেদীন।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমতিয়াজ আহমেদ বলেন, ‘হামলাকারীদের শনাক্ত করার চেষ্টা চলছে। যারাই হামলা করুক না কেন তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com
Send this to a friend