৪ দিনেও খোঁজ মেলেনি অপহৃত ৩ বন কর্মকর্তার

Rangamati-kidnaped-update-09-11-14৪ দিন পার হলেও খোঁজ মেলেনি রাঙ্গামাটি থেকে অপহৃত তিন বন কর্মকর্তা-কর্মচারীর। গত বৃহস্পতিবার লংগদুর মধ্যম খাড়িকাটা এলাকা থেকে অস্ত্রের মুখে তাদের অপহরণ করে সন্ত্রাসীরা।
অপহৃতরা হলেন- পার্বত্য চট্টগ্রাম উত্তর বনবিভাগের সহকারী বনসংরক্ষক (এসিএফ) মো. ফরিদ মিয়া, কাচালং চেক স্টেশন ও শুল্ক ফাঁড়ির রেঞ্জ কর্মকর্তা মো. রবিউল ইসলাম ও ফরেস্টার বিবর্তন চাকমা।
এদিকে পার্বত্য চট্টগ্রাম উত্তর বন বিভাগের বন প্রহরী নাদির হোসেন শনিবার লংগদু থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।
রাঙ্গামাটি পুলিশ সুপার আমেনা বেগম জানান, এখনই আইনশৃঙ্খলা বাহিনী কাজ শুরু করবে। এ ব্যাপারে আর বেশি কিছু বলতে রাজী হননি তিনি।
প্রসঙ্গত, গত বৃহস্পতিবার মোহন চাকমার জোত বাগানে পরিদর্শনে যান বনবিভাগের ৭ জন কর্মকর্তা-কর্মচারী। এ সময় দুর্বৃত্তরা ওই তিনজনকে অপহরণ করেন।

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com
Send this to a friend