কারা হাসপাতালে কয়েদির আত্মহত্যা

Brahmanbaria-District-Mapব্রাহ্মণবাড়িয়া জেলা কারগারে আব্দুল করিম (৭৫) নামে এক কয়েদির আত্মহত্যা করেছেন। শনিবার সকাল ৯টার দিকে কারা হাসপাতালে চিকিৎসাধীন থাকা অবস্থায় আব্দুল করিম পরনের লুঙ্গি দিয়ে ফাঁসিতে ঝুলে আত্মহত্যা করে।

ব্রাহ্মণবাড়িয়া জেলা কারগারের তত্ত্বাবধায়ক গিয়াস উদ্দিন বিষয়টি নিশ্চিত করে জানান, নাসিরনগরের পূর্বভাগ গ্রামের আব্দুল করিম বিচারাধীন একটি হত্যা মামলায় কারা অন্তরীণ ছিলেন। ৩০ সেপ্টেম্বর জেলা জজ আদালত তাকে কারাগারে পাঠায়। শুক্রবার বমি ভাব ও গ্যাস্ট্রিক সমস্যার কারণে তাকে কারা হাসপাতালে রাখা হয়। নিহতের মৃতদেহ ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতাল মর্গে নেওয়া হয়েছে।

নাসিনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল কাদের জানান, জমি সংক্রান্ত বিরোধের জের ধরে পূর্বভাগ গ্রামের জহুর আলীর কন্যা শিশু তাছলিমাকে খুন করে প্রতিপক্ষের লোকজন। আব্দুল করিম ওই হত্যা মামলার (মামলা নম্বর-১৬) এক নম্বর আসামি।

 

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com
Send this to a friend