পরীক্ষার্থী এক, ফেলও এক

unnamed_9সারাদেশের পরীক্ষার্থীরা যখন ফলাফল পেয়ে আনন্দ করছে। নওগাঁর মান্দা উপজেলার কালিকাপুর স্কুল অ্যান্ড কলেজেও আনন্দ করার কথা ছিল। একজন মাত্র পরীক্ষার্থী অংশ গ্রহণ করলেও পাস করতে পারেনি। ফেল করায় সেই কলেজে আনন্দ নেই। এই কলেজ এবারই প্রথম এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণ করে। প্রথমবার মাত্র একজন পরীক্ষার্থীই অংশগ্রহন করেছেন। কিন্তু শেষ রক্ষা হয়নি। ফেল করেই শেষ হয়েছে ওই পরীক্ষার্থীর এবারের এইচএসসি যাত্রা।

এ বিষয়ে কলেজের অধ্যক্ষ আব্দুল আলিম জানান, আমার স্কুলের এসএসসি ফলাফলে পরপর ৫ বার শতভাগ পাস করার রেকর্ড রয়েছে। কিন্তু প্রথম যখন এইচএসসি শাখা খোলা হয় তখন পাঠদানের অনুমতি পেতে অনেক দেরি হওয়ার কারণে ছাত্র-ছাত্রী ভর্তি করাতে পারিনি। অনেক কষ্ট করে ২জন ছাত্রকে ভর্তি করানো হয়। তাদের মধ্যে ১জন এইচএসসি পরীক্ষায় অংশ নেয়। আমার জানা মতে সে সব পরীক্ষায় অংশগ্রহণ করেনি। আশা করছি সামনে অনেক ভাল ফলাফল হবে।

নওগাঁ জেলা প্রশাসক মো. এনামুল হক জানান, কলেজের ম্যানেজিং কমিটির সঙ্গে মিটিং করে শিক্ষার মান উন্নয়নে যাবতীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

ছবি: রাজউক উত্তরা মডেল স্কুল এন্ড কলেজের পরীক্ষার্থীদের উল্লাস।

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com
Send this to a friend