সীতাকুণ্ডে শিপইয়ার্ড শ্রমিকদের সংঘর্ষ, আহত ১২

Sitaসীতাকুণ্ডের বারো আউলিয়া সমুদ্র উপকূলে দু’টি শিপব্রেকিং ইয়ার্ডের শ্রমিকদের সংঘর্ষে অন্তত ১২ জন আহত হয়েছে। বৃহষ্পতিবার দুপুরে এম.এ স্টিল শিপ ব্রেকিং ইয়ার্ড ও আলী স্টিল শিপ ব্রেকিং ইয়ার্ড নামে দু’টি প্রতিষ্ঠানের শ্রমিকদের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে। স্থানীয় সূত্র জানায়, শিপ ইয়ার্ড দু’টি পাশাপাশি অবস্থিত। মালামাল রাখা নিয়ে উভয় ইয়ার্ডের মধ্যে দীর্ঘদিন ধরে রিরোধ চলে আসছিলো। ইয়ার্ড দু’টির মধ্যবর্তী জায়গায় স্ক্র্যাপ মালামাল রাখা নিয়ে দুপুরে শ্রমিকদের মধ্যে তর্ক শুরু হয়। তর্কের এক পর্যায়ে তা সংঘর্ষে রূপ নেয়। এ সময় উভয় প্রতিষ্ঠানের অন্তত ১২ জন শ্রমিক আহত হয়। আহতদের মধ্যে তিনজনের অবস্থা গুরুতর। তাদেরকে নগরীর একটি বেসরকারি ক্লিনিকে ভর্তি করা হয়েছে। ইয়ার্ড দু’টির মধ্যে এম.এ স্টিলের মালিক আনোয়ার, মাহবুব ও কাসেম নামে তিন ব্যবসায়ী। অপরদিকে আলী শিপ ব্রেকিং ইয়ার্ডটি মো. ফরিদের মালিকানাধীন। আলী স্টিলের মালিক ফরিদ উদ্দিন জানান, পরিকল্পিতভাবে ইয়ার্ডে শ্রমিকদের ওপর হামলা চালানো হয়েছে। এ সময় ইয়ার্ডের ভেতর ব্যাপক ভাংচুর চালানো হয় বলে অভিযোগ করেন তিনি। এম.এ স্টিলের আনোয়ার হোসেন জানান, ঘটনার সময় তিনি ইয়ার্ডে ছিলেন না। তার ইয়ার্ডে ঢুকে শ্রমিকদের ওপর হামলার পর সংঘর্ষ শুরু হয়েছে বলে শুনেছেন।

সীতাকুণ্ড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তদন্ত (ওসি) আমিনুল ইসলাম বলেন, সংঘর্ষের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে। এখনো আমাদের কাছে কোনো পক্ষ লিখিত অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com
Send this to a friend