শ্রমিক ধর্মঘটে ফরিদপুর অচল

July_2014-July_02-bus_939252868হিউম্যান হলার শ্রমিকদের সঙ্গে দ্বন্দ্বের জের ধরে ফরিদপুরে আবারো বাস ধর্মঘট শুরু হয়েছে। বুধবার দুপুর ২টা থেকে আবারও এ ধর্মঘট শুরু করেন বাস শ্রমিকরা। ফরিদপুর বাস শ্রমিক ইউনিয়নের সভাপতি আব্দুল মান্নান হাওলাদার জানান, দু’দিন ভাল থাকলেও বুধবার সালথা উপজেলার ঠেনঠেনিয়া বাজার থেকে ফের হিউম্যান হলার শ্রমিকরা বাস থেকে যাত্রী নামিয়ে খালি গাড়ি ফেরত পাঠায়। হিউম্যান হলার শ্রমিকদের এমন বিরুপ আচরণ ও নিরাপত্তাহীনতার কারণে বাস শ্রমিকরা দুপুর দুইটা থেকে গাড়ি চালানো বন্ধ রেখেছে বলেও জানান তিনি। উল্লেখ্য, গত ৩০ জুন ফরিদপুর শহরের রাজবাড়ী রাস্তার মোড়ে হিউম্যান হলার চালকরা যাত্রী তোলা নিয়ে বাসের ড্রাইভার ও হেলপারকে মারধর করে। মারধরের প্রতিবাদে সেদিনও বাস চলাচল বন্ধ করা হয়েছিল। পরে মারধরের সঙ্গে জড়িতদের গ্রেফতার ও মহাসড়কে হিউম্যান হলার চলাচল বন্ধে পুলিশ প্রশাসনের আশ্বাসে দুপুরে অবরোধ তুলে নেওয়া হয়।

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com
Send this to a friend