যৌন হয়রানীর দায়ে অভিযুক্ত ভোলা পিটিআই’র ইন্সট্রাক্টরের বিচারের দাবীতে মানববন্ধন

bhola-pic-1-400x300যৌন হয়রানীর দায়ে অভিযুক্ত ভোলা পিটিআই’র ইন্সট্রাক্টর শ্যামল কৃষ্ণ বেপারীর বিচারের দাবীতে মানববন্ধন করেছে পিটিআই প্রশিক্ষনার্থী প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকারা।

সোমবার দুপুরে পিটিআই অফিস চত্বরের সামনে সড়কে এ মানববন্ধন করে তারা।
এ সময় প্রশিক্ষনার্থীরা বলেন, ইন্সট্রাক্টর ভোলায় যোগদানের পর থেকে প্রশিক্ষনার্থীদের সাথে অশোভন আচারসহ বিভিন্ন ভয়-ভীতি প্রদর্শন করে আসছেন।
তার বিরুদ্ধে কেউ যদি প্রতিবাদ করে তাহলে নাম্বার কম দেয়াসহ বিভিন্ন ভয় দেখাচ্ছে। নারী প্রশিক্ষনার্থীদের সাথে যৌন হয়রানী করছেন। তাই যৌন নির্যাতনকারী ইন্সট্রাক্টরের দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানিয়ে অন্যথায় আরো কঠোর আন্দোলনের হুশিয়ারী উচ্চারন করেন প্রশিক্ষনার্থীরা।
এ বিষয়ে ভোলা প্রাইমারী ট্রেনিং সেন্টার (পিটিআই) সুপারেন্টন্ড শারমিন সবনব বলেন, শ্যামল কৃষ্ণ বিরুদ্ধে এরআগে এক হলসুপারের সাথে খারাপ আচারনের অভিযোগে তাকে শোকজ করেছিলাম। তবে প্রশিক্ষনার্থীদের সাথে যৌন নির্যাতনের কোন অভিযোগ এখনও আমরা পাইনি, অভিযোগ পেলে তদন্তপূর্ব ব্যবস্থ গ্রহন করা হবে।
এদিকে, ইন্সট্রাক্টর শ্যামল কৃষ্ণের বিচারের দাবীতে উত্তাল হয়ে উঠেছে পিটিআই ক্যাম্পাস। তাকে অপসারনসহ দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানিয়েছেন প্রশিক্ষনার্থীরা।

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com
Send this to a friend