নীলফামারীতে ঘূর্ণিঝড়ে প্রায় পাঁচ শতাধিক ঘর-বাড়ি বিধ্বস্ত

Nilphamariনীলফামারীতে দুই উপজেলায় ঘূর্ণিঝড়ে প্রায় পাঁচ শতাধিক ঘর-বাড়ি বিধ্বস্ত হয়েছে। বুধবার দুপুরে নীলফামারী সদরের পঞ্চপুকুর ও চাপড়া সরমজানী ইউনিয়ন এবং কিশোরগঞ্জ উপজেলার নিতাই, বাহাগিলী ও চাঁদখানা ইউনিয়নে ঘূর্ণিঝড় আঘাত হানে।

জানা যায়, ঘূর্ণিঝড়ে উপড়ে পড়েছে প্রায় সহস্রাধিক গাছপালা ও ঘর বাড়ি। এছাড়া আহত হয়েছেন অন্তত পাঁচজন। ইউনিয়নের বাবুলটারী, মসজিদপাড়া ও বায়েজিদটারীসহ কয়েকটি গ্রামের শতাধিক ঘর-বাড়ি বিধ্বস্ত হয়েছে। এছাড়া, শতাধিক ঘর-বাড়ি বিধ্বস্ত হয়েছে চাপড়া সরমজানী ইউনিয়নেও।

এছাড়া বেশি ক্ষয়ক্ষতি হয়েছে কিশোরগঞ্জ উপজেলার নিতাই, চাঁদখানা এবং বাহাগিলি ইউনিয়নে। নিতাই ইউনিয়নের মুসরত পানিয়ালপুকুর, পানিয়ার পুকুর বেলতলী, বানিয়াপাড়া অখ্রাপাড়া, স্কুলপাড়া, চাঁদখানা ইউনিয়নের নগরবন, সরোঞ্জাপাড়া এবং বাহাগিলি ইউনিয়নের কাচারীপাড়া, মাছুয়া পাড়া ও খামাতপাড়া গ্রামের ওপর দিয়ে বয়ে যাওয়া ঝড়ে চার শতাধিক ঘর-বাড়ি বিধ্বস্ত হয়।

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com
Send this to a friend