১৩ কেজি রূপার গহনাসহ আটক ১

image_91491_0দামুড়হুদার দর্শনা আজমপুর এলাকা থেকে ১৩ কেজি রূপার গহনাসহ জাহিদুল ইসলাম (৩৯) নামের একজনকে আটক করেছে বিজিবি।
শনিবার সকাল ৬টার দিকে তাকে আটক করা হয়। আটককৃত রুপার গহনার মূল্য প্রায় ২০ লাখ টাকা। আটককৃত জাহিদুল উপজেলার দর্শনা শ্যামপুর আবুল হোসেনের ছেলে।
বিজিবি সূত্র জানায়, সকালে চুয়াডাঙ্গা-৬ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল এসএম মনিরুজ্জামানের নেতৃত্বে দর্শনা বিজিবি ক্যাম্পের নায়েক শিকদার রাসেল সঙ্গীয় ফোর্সসহ উপজেলার দর্শনা আজমপুর কবরস্থানের কাছে ওৎপেতে ছিল। এসময় সীমান্ত থেকে ছেড়ে আসা ঝিনাইদহগামী একটি মোটরসাইকেল যার নম্বর (চুয়াডাঙ্গা-ল-১১-০৬৬৫) গতিরোধ করে জাহিদুল ইসলামকে আটক করে। মোটরসাইকেল তল্লাশি করে তেলের ট্যাকের মধ্যে অভিনব কায়দার রাখা ১৩ কেজি রূপার গহনা উদ্ধার করে। আটককৃত মালামালসহ তাকে দুপুর ১টার দিকে চুয়াডাঙ্গা আদালতে প্রেরণ করা হয়েছে।

চুয়াডাঙ্গাস্থ-৬ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল এসএম মনিরুজ্জামান জানান, আটককৃত জাহিদুল সোনা ও রূপা চোরাচালানী সিন্ডিকেটের হোতা। তিনি দীর্ঘদিন ধরে আইনের চোখকে ফাঁকি দিয়ে সোনা ও রূপা পাচার করে আসছে।

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com
Send this to a friend