ব্রহ্মপুত্রের ভয়াবহ ভাঙ্গন ঠেকানোর দাবীতে রাজীবপুরে মানবন্ধন

Rajibpur-pictur-220x198কুড়িগ্রামের রাজীবপুর উপজেলার নয়ার চর এলাকায় হঠাৎ করেই ব্রহ্মপুত্রের ভয়াবহ ভাঙ্গন দেখা দিয়েছে। নদের পানি বৃদ্ধির সঙ্গে পাল্লা দিয়ে নদের ভাঙ্গনে বৃহষ্পতিবার শুক্রবার দুই দিনে দু’টি গ্রাম সম্পূর্ন রূপে বিলীন হয়ে গেছে। ভাঙ্গনের মুখে পড়েছে আরো চারটি গ্রাম এবং ঐতিহ্যবাহি নয়াচর হাটবাজার, ইউনিয়ন পরিষদসহ ৩টি শিক্ষা প্রতিষ্ঠান। নয়াচর বাজার থেকে ভাঙ্গনের দূরত্ব মাত্র ৫শ’ মিটার। এই দুই দিনে ৫শ’ পরিবারের ঘরবাড়ি বিলীন হয়ে গেছে বলে স্থানীয়রা জানিয়েছেন। নদী ভাঙ্গন প্রতিরোধে গতকাল শুক্রবার দুপুর দুইটার দিকে নয়াচর বাজারে এলাকাবাসি মানববন্ধন কর্মসূচী পালন করেছে।

সরেজমিনে দেখা গেছে, নয়াচর বাজারের পশ্চিমপাশে প্রায় ৪কিলোমিটার জুড়ে ব্রহ্মপুত্র নদের ভাঙ্গনের তান্ডব চলছে। ভাঙ্গনের শিকার মানুষগুলো তাদের ঘরবাড়ি টানছে। এসময় নয়াচর বাজারের বাসিন্দা রাজীবপুর উপজেলা পরিষদ মহিলা ভাইস চেয়ারম্যান জানান, বৃহষ্পতিবার ভোর রাত থেকে হঠাৎ করেই ভাঙ্গনের সূত্রপাত ঘটে। এদিন সারা দিনে নয়াচর উত্তরপাড়া ও নয়াচর মুন্সিপাড়া গ্রাম দুটি সম্পূর্নরূপে বিলীন হয়ে যায়। এতে কমপেক্ষ ৫শ’ পরিবারের আড়াই হাজার মানুষ গৃহহীন হয়ে পড়েছে। যে হারে ভাঙ্গছে তা অব্যাহত থাকলে আগামি এক সাপ্তাহে বাজার, ইউনিয়ন পরিষদ ও ৩টি শিক্ষা প্রতিষ্ঠান হারিয়ে যাবে।

নদী ভাঙ্গন প্রতিরোধে অনুষ্ঠিত ওই মানববন্ধনে এলাকার সর্ব শ্রেণীর মানুষ অংশ গ্রহণ করে। এসময় বক্তব্য রাখেন মহিলা ভাইস চেয়ারম্যান বিলকিস বেগম, স্থানীয় আ’লীগ সভাপতি আব্দুস সালাম তালুকদার, সাধারণ সম্পাদক আজিজুল হক, ইউপি চেয়ারম্যান আনোয়ার হোসেন আনু, ইউপি মেম্বার নুরুল ইসলাম প্রমুখ।

 

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com
Send this to a friend