ফরিদগঞ্জে অজ্ঞাত রোগে পুড়ে যাচ্ছে বোরো ধান

ফরিদগঞ্জে অজ্ঞাত রোগে পুড়ে যাচ্ছে বোরো ধান

খবর বাংলা ২৪ডেক্স: ফরিদগঞ্জ উপজেলায় কৃষকের আবাদ করা বিআর-২৮ বোরো ধান অজ্ঞাত রোগে পুড়ে ছাই হয়ে গেছে। কৃষকের পরিশ্রমের ফসল ঘরে তোলার সময় হয়ে এসেছে। ঠিক এমনি মুহূর্তে মাঠভরা ফসল অজ্ঞাত রোগে আক্রান্ত হওয়ায় দিশেহারা হয়ে পড়েছে কৃষক। হাড়ভাঙ্গা শ্রম আর অর্থ ব্যয় করে সোনার ফসল ঘরে তুলতে না পারলে পথে বসতে হবে বহু কৃষককে। উপজেলার পশ্চিম রূপসা গ্রামের মাসুদ পাটওয়ারীর প্রায় তিন একর জমির বোরো ধান (বিআর-২৮) ঘরে তোলার সময় অজ্ঞাত রোগে আক্রান্ত হয়ে পুড়ে ছাই হয়ে গেছে। চাষী লিটন জানান, পরিশ্রম করে অনেক টাকা ব্যয় করে নিজের জমিসহ অন্য জমি লিজ নিয়ে দুই একর জমিতে চাষ করেছি। পোকা-মাকড়, ইঁদুর ও অন্যান্য পশুপাখির আক্রমণ ও বিভিন্ন প্রতিকূলতা থেকে রক্ষা করে ফসলের মাঠ সাজিয়েছি। অন্তত ২০০ মণ ধান ঘরে তোলার আশা ছিল। রোগের আক্রমণ থেকে রক্ষা পাওয়ার জন্য এসিআই ওষুধ কোম্পানীর বিক্রয় প্রতিনিধির পরামর্শে কনজা ও এমকোজিম ওষুধ ব্যবহার করি। তবুও পচন আক্রমণ থেকে ধান রক্ষা করতে পারিনি।

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com
Send this to a friend